আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে দাস প্রথা

লন্ডন থেকে উদ্ধার করা হয়েছে ২৪ জন দাস। খোদ ব্রিটেনে দাস ব্যবসার সন্ধান মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নানা মহলে। ব্রিটিশ পুলিশ উত্তর লন্ডনের পর্যটন স্থল ‘গ্রিন একর ট্রাভেলার স সাইট’ থেকে এদেরকে উদ্ধার করে। লন্ডনের ‘দি টেলিগ্রাফ’ পত্রিকা জানায়, অত্যন্ত দারিদ্র্য এবং নোংরা পরিবেশে বেশ কয়েকজন দাস থাকত শহরের অনতিদূরেই। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা রবিবার সকালে ওই খামার বাড়ির চারপাশ ঘিরে ফেলে ২৪ জনকে উদ্ধার করে।

তাদের মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিক রয়েছে। বাকিরা পূর্ব ইউরোপের। পুলিশের অনুমান অন্তত দেড় দশক ধরে সেখানে দাসপ্রথা চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই দাসদের সামান্য খাওয়া-থাকার বিনিময়ে নির্মমভাবে খাটানো হত। থাকতে দেয়া হত গরাদ দেয়া গাড়ির মধ্যে অথবা কুকুর রাখার জায়গায়।

তাদের মজুরি দেয়ার তো কোনও প্রশ্নই ছিল না। মালিকের কড়া নজরদারি এগিয়ে পালাবার পথও ছিল না তাদের। দাস ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন পুলিশ ও গোয়েন্দারা। গোয়েন্দা প্রধান সিয়েন ও’ নীল বলেছেন, উদ্ধার হওয়া দাসদের স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

ওইরকম অপরিচ্ছন্ন পরিবেশে যে মানুষ থাকতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক ও টাকা পয়সাও উদ্ধার করা হয়েছে। সূত্রঃ ইত্তেফাক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।