অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়
লন্ডনে এটাই আমার প্রথম পরীক্ষা ছিল ,সকাল থেকেই আমার বুক দুক দুক করছিল । খুব টেনশন লাগছিল ,আমার আবার খুব টেনশন লাগলে খুব টয়লেট চাপে । তাই আগের দিন থেকেই পানি কম খাচ্ছিলাম ফলে সমস্যা হয়নি ।
সুবদ বালকের মত পরীক্ষা দিতে গেলাম ,হলের সামনে যেয়ে দাড়ায় আছি অন্য সবার জন্য ,সবাই আসার পর কথা বলতেছি এক পর্যায় জানতে চাইলাম সবার প্রস্তুতি কেমন ,তখন এক ক্লাসমেট বলল,উওর তো আমার পকেটে ।
আমি বললাম নকল আনসস নাকী ?
ও বলে ,আবার জিজ্গায় ।
আমি বললাম ,কই আনসস ?
ও কয় ,সব কলম এ লেইখ লইয়া আইছি ,
আমি কইলাম ,লেখা তো বোঝা যায় না ..
ও বলল ,আরে সাথে পানির বোতল আছে ,কলম এর ওপর বোতল ধরলেই লেখা বড় হয়ে যাবে ।
এতো গেল একজনের কাহিনী ।
আরেক জন নকল নিয়া আসছে ডিকসেনারীতে করে ,এখানে বলে রাখা দরকার আমরা লন্ডনে ডিকসেনারী নিতে পারি পরীক্ষার হলে ।
ও ইংরেজী গুলা বাংলাতে লিখে নিয়ে গেছে ।
আমার চোখ তো ছানাভরা হয়ে গেল ।
শেষে যারটা দেখে সবচেয়ে মজা পেলাম সেটা হল ,আমাদের এক আপু তার কামিজ এর উল্টা পিঠে করে নকল লিখে নিয়ে আসছে ।
পাশ দিয়া কথা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।