আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ এক ফেইসবুক পোস্টে দাবি করেছেন, ‘২০ ঘণ্টা আটকে রাখার পর হুমকির মুখে’ তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

অবশ্য র‌্যাব বলছে, এ বিষয়ে তাদের ‘কিছুই’ জানা নেই।

জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি উইংয়ের কমিউনিকেশনস অফিসার তারেক মোরতাজা  আজ জানিয়েছেন, “তিনি লন্ডনে গেছেন। কি কারণে গেছেন আমি তা জানি না। ”

জানা গেছে, দুদিন আগে র‌্যাব কর্মকর্তারা ববির বাসায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুঞ্জন শুরু হয়।

এরপর সোমবার বিকেলে হঠাৎ করেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন এরশাদের এই উপদেষ্টা।

একই দিনে ববি হাজ্জাজের নামে এক ফেইসবুক পেইজে বলা হয়, তাকে ২০ ঘণ্টার বেশি আটকে রাখা হয়েছে। সব বিবৃতি প্রত্যাহার করে আড়ালে যেতে বলা হয়েছে। তা না হলে সরকারের রোষানলের মুখোমুখি হওয়ার হুমকি দেয়া হয়েছে। আর এ সবই করা হয়েছে ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠ প্রার্থীর বিজয়ী হওয়ার একটি নির্বাচনের সমালোচনা করার জন্য।

এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও দৃশ্যমান কোনো কারণ ছাড়াই তা গ্রহণ করা হয়নি দাবি করে পোস্টে বলা হয়, “এ নির্বাচন প্রহসনের। আমাদের জনগণের মুখে চপেটাঘাত করা। ”

গত সপ্তাহে জাতীয় পার্টির চেয়াম্যান এইচ এম এরশাদকে র‌্যাবের পাহারায় হাসপাতালে নেয়ার পর নিজেকে তার মুখপাত্র দাবি করে এবং তার হয়ে গণমাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে আলোচনায় আসেন ববি হাজ্জাজ।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।