আমাদের কথা খুঁজে নিন

   

ছেলের হাতে মা নির্যাতিত !!!!!!!!!!!

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলের বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন এক হতভাগ্য মা। অথচ ঠাঁই হয়নি প্রশাসন থেকে শুরু করে কোনো স্থানে। তাই আপনাদের কাছে আসছি বিচার পাব এ আশায়। এমন কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন উপজেলার কপালভেড়া গ্রামের রাজেশ্বর চন্দ্র শীলের স্ত্রী পুষ্প রানী। এ ব্যাপারে প্রশাসনের কয়েকটি জায়গায় অভিযোগ দিয়েছেন তিনি।

তিনি ও তার অন্য দুই ছেলে গতকাল মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অফিসে এসে অভিযোগ করে বলেন, বড় ছেলে বাবুল শীল আমার ও স্বামীর খোঁজখবর নেয় না এবং ভরণ-পোষণ দেয় না। তাই আমার স্বামীর চিকিত্সার জন্য বাড়ির ৩টি রেন্ট্রিগাছ বিক্রি করি। ক্রেতারা গত শনিবার শ্রমিক নিয়ে গাছ কাটতে আসেন। তাদের গাছ কাটতে বাধা দিলে আমি এগিয়ে গেলে আমার ছেলে (বাবুল শীল), নাতি বিকাশ শীল, আকাশ চন্দ্র শীল, নাতনি ঝুমুর শীল ও ছেলের স্ত্রী সন্ধ্যা রানীসহ আরও কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় রশি দিয়ে আমাকে হাত-পা বেধে ফেলে।

গলায় দাও ধরে আমার ছেলেকে খুন করবে এবং পিটিয়ে হাতের শাখা ভেঙে ফেলে গুরুতর আহত করে। পরে আমার ডাক-চিত্কারে এলাকার লোকজন ও আমার ভাই লিটন খবর পেয়ে এসে উদ্ধার করে। ওই দিনই পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছি। হত্যার উদ্দেশ্যে ব্যবহার করা দাও উদ্ধার করে র্যাব ক্যাম্পে জমা দিয়েছি। এদিকে আমার সন্ত্রাসী ছেলে বাবুল চন্দ্র শীলসহ অন্যদের বিচার চেয়ে এলাকাবাসী পোস্টারিং করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।