আমি আর আমার দুচোখ কখনোও জলে ভেজাবোনা
দুষ্ট ছেলের দল ছন্ন ছাড়ার দল
দুষ্ট ছেলের দল ছন্ন ছাড়ার দল
মোরা শাসন মানিনা বারনাও শুনিনা
করি তাল বাহানা কির নানা ছলনা
মোরা গলা ছেড়ে গান গাই
গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠাই
দে দে তালি দে তালি
প্রেম প্রেম প্রেম প্রেমে প্রেমে প্রেমে
খেলা খেলি
স্বপনের জগতে লিলা খেলি
মোরা হাঠে হাড়ি ভাঙ্গী
ভরা গাঙ্গে ধরি পাড়ি
ডুব সাতারের খেল খেল খেলাই
চার কাপে ঝড় তোলি
তুড়ি দিয়ে কথা বলি
মোরা সুন্দরী মেয়ে দেখে বাজাই শিটি
দেরি করে স্কুলে আসি
লাস্ট বেঞ্চে বসি
ক্লাস ফাকি দিয়ে সিনেমা দেখি
প্রেমিকার দিলে প্রেমের মদিনা
মার ছক্কা
প্রিয় মোখ দেখে বাতাসে চুমো খাই
ওমাহ ওমাহ
দে দে তালি দে তালি
সারা দিন বনবন
সারা দিন টইটই
দিয়ে যাই তালে তাল পাবে
দে দে তালি দে তালি
করি নানা গোল বাজী
অকাজের বড় কাজী
ঠনাঠনাঠনাঠনঠন কাজের বেলায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।