রামকানাই পন্ডিত একপাল নষ্ট ছেলের দল ।
সারাদিন আড্ডা জমায়, গোল করে বসে ।
সমাজ কর্মের মিথ্যে অজুহাতে ।
হাসিমাখা মুখে, ওরা কান্নাকে লুকিয়ে রাখে।
কেউ ধোয়ার মাঝে,খোঁজে সান্ত্বনা ।
কেউ কথার আড়ালে লুকিয়ে রাখে, পাহাড় সম যন্ত্রনা ।
কারওবা কষ্ট গুলো
নির্বাক অক্ষরে কবিতার খাতায় বোনা।
ওরা রাতে ঘর ছেড়ে বেড়োয়
জোছনা স্নান করে ,
আকাশের তারা গুনে।
গ্লানিমাখা হৃদয়ে, ওরা গোল করে বসে ,
আড্ডা জমায় সারারাত, নির্জন পার্কের বেঞ্চে ।
ওরা স্বার্থপর, নষ্ট ছেলের দল।
নষ্ট পৃথিবীর সভ্য মানুষদের কাছে,
ওরা আজ, নষ্ট ছেলের দল।
(৭ ফাল্গুন, ১৪১৮) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।