আমার এই পথ চাওয়াতে আনন্দ......
আমার পৌনে তিন বছরের ছেলে যেহেতু dutch school এ পড়ে, তাই বেশ কিছু dutch rhymes শিখেছে। আর মনে হচ্ছে dutch বলতেই সে বেশী আরাম পাচ্ছে
আমার তো মাথায় হাত। বাঙালীর ছেলে অথচ একটাও বাংলা ছড়া বলতে পারবেনা - এটা কেমন কথা। তাই অনেক কষ্ট আর যুদ্ধ করে তাকে একটা ছড়া শিখালাম।
[ আগে পুরা ছড়াটা পড়ে, তারপর ( ) এর টুকু পড়লে বোঝা যাবে সে সর্বনাশ গুলো কোথায় করেছে]
ঐ দেখা যায় টালগাছ ( তাল গাছ বলবেনা)
ঐ আমাদের টালগাছ ( গা বলবেনা)
ঐখানে তে বাস করে টালগাছ ( কানা বগীর ছা বলবেনা)
ও বগী তু্ই টাস কি ( খাস কি বলবেনা)
পান্তা ভাত টাস কি ( চাস কি বলবেনা)
পান্তা আমি খাইনা
পুটি মাছ খাই ( পাইনা বলবেনা)
একটা পাই ( যদি বলবেনা)
গাপুস গাপুস খাই ( "অমনি ধরে" টুকু আমাকে বলতে হবে)
তাকে আর কোনো ছড়া শেখানোর সাহস পাচ্ছিনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।