আমাদের কথা খুঁজে নিন

   

সোমেশ্বরী নদীর গল্প (ভালো লাগলে আওয়াজ দিয়েন)

চুপ, কোন কথা না ! আমিঃ এই যে আপু শুনছেন ? ঃ আমাকে বলছেন ? বলুন আমিঃ কেমন আছেন? ঃ এটা জানার জন্য ডেকেছেন? আমিঃ না মানে, চলেন বাদাম খাই। ঃ গন ধোলাই খেয়ে মরার ইচ্ছা না থাকলে কেটে পড়ুন। আমিঃ আমি তো সেই কবেই মরেছি। ঃ আপনার সাথে ফালতু পেচালের টাইম নাই, কোন কথা থাকলে বলুন নইলে সোজা হটে চলে যান। আমিঃ এত করে যখন বলছেন তবে বলেই ফেলি আর এই কথা গুলি আপনার মন দিয়ে শুনতে হবে।

কথার মাঝে কথা বলা যাবে না। ঃফাইজলামি শুরু করছেন আমি বাংলা সিনেমার হিরোইন না যে আপনার কোথায় মোমের মত জ্বলে যাবো। মাইয়া পটাইতে চাইলে অন্য জায়গায় চান্স নেন আমার কাছে না। আমিঃ তোমার নাম সোমা তাই না? সোমাঃ আমার নামটাও জানেন দেখছি? আমিঃ আমি আরও অনেক কিছুই জানি। যে দিন প্রথম তোমার নামটা জানলাম সেদিন থেকে দীর্ঘশ্বাসের কোদাল দিয়ে বুকের ভেতর ভালবাসার নদী খনন করে চলেছি।

খনন কাজ শেষ হলে তোমাকে নিয়ে দেখতে যাব। তোমার নামের সাথে নাম মিলিয়ে নদীটির নাম রেখেছি সোমেশ্বরী। সোমাঃ ভালই তো ডায়লগ মারেন! আমিঃ আমি আমার সব কিছুতেই তোমার ভাগ আলাদা করে রেখেছি। বিছানার একপাশে তোমার জন্য সব সময় জায়গা থাকে। আমি যা খাই তার ভাগ তোমার জন্য রেখে দেই।

এই যে দেখ একটু আগে একটা কলা কিনেছিলাম অর্ধেকটা খেয়ে বাকিটা তোমার জন্য বুক পকেটে তুলে রেখেছি। প্রতি রাতে আমি তোমার হাত ধরে সোমেশ্বরীর তীরে হাটতে যাই আর তুমি তখন পাগলের মত আমাকে আঁকড়ে ধরতে চাও। সোমাঃ আচ্ছা আপনি না প্রথমে আমাকে কি বলেছিলেন ? আমিঃ চলেন বাদাম খাই। সোমাঃ না , আমি এখন বাদাম খাবোনা। এখন আমি বাসায় যাব।

আপনার নদির খনন শেষ হলে আমাকে নিতে আসবেন। আমি তৈরি থাকবো। কোন সতর্কবাণী না দিয়ে বৃষ্টি শুরু হল। আমিঃ সোমা তুমি যেতে পারবে তো? সোমাঃ আমি সব সময় একাই যাই। যাহ শালা ভিজে গেলাম.. ধ্যাত....আম্মু তুমি আমার এত সুন্দর ঘুমটা ভেঙ্গে দিলে !!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।