আমাদের কথা খুঁজে নিন

   

একটা লেজার প্রিন্টার কিনব. কোনটা ভালো হবে?

Everything is logical... আমার কাজের জন্যে একটা ভালো লেজার প্রিন্টার প্রয়োজন হয় . আগে একটা কিনেছিলাম dell এর. এইটার মত এত বাজে প্রিন্টার আগে দেখি নাই. প্রথম প্রথম বেশ ভালই প্রিন্ট করলো. লাস্ট এর দিকে আসে বলল টোনার নাই. দোকানে গিয়ে বললাম এইটার রিফিল করা যাই কিনা. যেই বাটা আমার কাছে প্রিন্টার বেস্ছিল সে কইলো এইটা ডেমো প্রিন্টার. এটার কার্ট্রিজ রিফিল করা যায় না. নতুন রিফিল ৫৫০০ টাকা !!!!!!!?????? আর আমি প্রিন্টার ই কিনসিলাম ৬০০০ টাকা দিয়ে!!!!!!!!!!!! তার পর ও সে কইলো নতুন কার্ট্রিজ শুট করবে কিনা ঠিক নাই. এক্কেবারে গলায় পোচ দিয়া দিল. এখন প্রিন্টার না হলে কাজ ও করতে পারছি না, আর কাজ না করলে প্রিন্টার ও কিনতে পারছি না. যায় হোক, একটা প্রিন্টার লাগবে. সামসাং ভালো হবে নাকি হপ ? নাকি কানন? বাজেট

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.