যদিও একাকীত্ব আমার সবসময়কার বন্ধু , আমি আমার জীবন তোমাতে সঁপে দিয়েছি। লোকে বলে আমি অন্ধ তাই উন্মত্ত, ঝুঁকিটা আমি ক্ষণিক প্রভাতে নিয়েছি। কিভাবে আমায় অন্ধ করলে তা এক রহস্যময়তা, তোমাকে পারছি না আমা হতে তাড়াতে। গ্রাহ্য করি না তোমার ইতিহাসে কি লিখা আছে, যতদিন আছো মোর সাথে সাথে। তুচ্ছ কিছু যা তুমি বল এবং কর, অনুভব করি তা আমার মাঝে বিস্তার করছে। সমস্যা প্রকট নয় যদি তুমি হারাও, বোধ করি এটা নীচত্ব হবে দুজনার মাঝে। কিভাবে তোমায় অন্তরস্থ করেছি তা কেহ জানে না, কিন্তু মানি তা প্রকাশ পাবে। উদ্দাম ভালবেসে অনিমেষে, আমার নয়ন মাঝে যখন হারাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।