আমাদের কথা খুঁজে নিন

   

রাগে গজ্গজ্ করতে পারছি না নিজের ভেতরও

পাকিস্তান আমলে বাইশ পরিবারের সদস্যদের গালে চিকচিক করা চর্বি দেখে আমরা রেগে গিয়েছিলাম। আর এখন সে রকম কত পরিবার ! শুধু গালে নয়– তাদের পাছায় ও শরীরের ভাঁজে ভাঁজে চর্বি ত্যালত্যালে-কুতকুত-নাদাপেটা হোঁদল চেহারা ! তারা গ্রীষ্মকালে কোট-প্যান্ট পরে থাকে বিদ্যুৎহীন শহরে– তাদের গ্রীষ্মকাল নেই--তাদের সবসময়ে শীতকাল কুম্ভকর্ণের ঘুম তাদের চোখে ! আমরা যারা শীতকাল ও গ্রীষ্মকালের ব্যবধান বুঝি শ্রমে-ঘামে নাস্তানাবুদ গরমে একশা হয়ে যাই বিদ্যুৎহীন অন্ধকারে ক্রন্দনধ্বনির মধ্যে থাকি বুককাঁপা কষ্ট নিয়ে থাকি জ্বরে গায়ে জল ঢেলে বাঁচি নিদ্রাহীন থাকতে থাকতে স্বপ্নজাল ছিন্ন হয়ে যায় পুঁইয়ে পাওয়া মানুষ হওয়ার পরও আমাদের আজ ক্ষোভ নেই ! আমরা রাগতে পারছি না- রোষবহি্ ছড়ানো-তো দূরের কথা দাঁত কিড়মিড় করতে পারছি না রাগে গজ্গজ্ করতে পারছি না নিজের ভেতরও ! আমরা কি এখন বোধশক্তিহীন হয়ে যাচ্ছি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.