আমাদের কথা খুঁজে নিন

   

রাগে থাপ্পর

আমার ব্যক্তিগত ব্লগ

ঢাকার বাসগুলো যে রকম বেপরোয়া চলে এর কোনো তুলনা নেই।ইচ্ছা মতোন মাঝরাস্তায় দাড়িয়ে যাত্রী ওঠায়-নামায়, আড়াআড়ি করে রেখে পুরো রাস্তায় জ্যাম বাধিয়ে দেয়। সেদিন 1টা বাস কে দেখলাম তেড়চা করে দাড় করিয়ে রাস্তা আঁটকে রেখেছে। 1টা কালো ক্যাব ব হু রকম কসরত করছে, কোনো ভাবে বাসটাকে ওভার টেক করার জন্য। এক সময় রাস্তা বের করতে পারলো। ঠিক সেই সময় বাসটা আবার গাড়িটার দিকে আরকটু চেপে গাড়িটাকে যেতে না দিয়ে নিজে এগিয়ে গেল। আমি দেখলাম গাড়ির যাত্রী একটা হাত বের করে বাসের বডিতে সজোরে থাপ্পর দিল। এতে বাসের বা বাস ড্রাইভারের তো কিছু হয়নি, কিন্তু কিছুটা হলেও হয়তো মনে শান্তি পেয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.