প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
জ্বলে যাই__নিভে যাই, রাগে-অনুরাগে
তুমি অন্তঃপুরে যেতে যতবার নিষেধ করেছিলে
আমার আকাঙ্ক্ষা তত প্রবল হয়েছিলো
তুমি যতবার ফুল ছুঁইতে নিষেধ করেছিলে
ততবার ফুলের স্পর্শ হাতের ডগায় লেগেছিলো।
তুমি যদি হাতটি ছুঁইতে বলো__ পানসে লাগে
যদি নিষেধ করো মধুর লাগে
তুমি যদি কাছে আসো জলজপ্রয়াস মনে হয়
যদি দূরে যাও__সাত রাজার ধন মনে হয়।
তুমি ভালোবাসতে চাওনি
অমনি ভালোবাসার ইচ্ছে প্রগাঢ় হলো
যখন ভালোবেসেই ফেললে
জীবনের পথ বুঝি এখানেই থামলো।
তুমি অন্তঃপুরে থাকলে মুধর লাগে
কাছে আসলে জ্বলে যাই__নিভে যাই। রাগে-অনুরাগে।
০৪.০৯.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।