আমার এ লেখা নাস্তিকদের জন্য । আমি ব্লগে খেয়াল করে দেখেছি নাস্তিকরা তাদের পোস্টে বেশির ভাগ সময় মুসলমানদের বিভিন্ন রকম বিব্রতকর প্রশ্ন ছুরে দেয় । যার সঠিক জবাব সে পেলেও সে খুশি হয় না । কারন তার একমাত্র লক্ষই হল নাস্তিকতার অস্থিত্ব টিকিয়ে রাখা । এখন সে যদি আমাদের উত্তর মেনে নেয় তাহলে ত তার নাস্তিকতা হুমকির মুখে পরে যায় ।
এখন আমি নাস্তিকদের কিছু কথা বলতে চাই , প্রথম কথা হচ্ছে মানুষ এক সময় না এক সময় মারা যাবেই সে আস্তিক হোক বা নাস্তিক হোক । আমরা যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বস করি তাদের জন্য মৃত্যুর পর যদি কোন জীবন থেকে থাকে তাহলে তার আমলের উপর নির্ভর করে পুরষ্কার মিলবে । আর যদি কোন ঈশ্বর নাও থেকে থাকে বা মৃত্যুর পর কোন জীবন না থাকে তাহলে কি আমাদের আস্তিকদের কোন লোকসান হবে ? হবে না । নাস্তিদের ও কোন কিছু হবে না । কিন্তু যদি নাস্তিকদের ধারনা ভুল হয় .. তাহলে তার যা পরিনতি হবে তা কি সে একবার ভেবে দেখেছে ?
ভাই নাস্তিক তোমাদের বলি , জীবন ত একটাই তাই না , কেউ ত আবার পৃথিবীতে পুনরায় জন্ম নিব না , শুধু শুধু এত রিক্স নেওয়ার কি ধরকার ? ঈশ্বরের ইবাদত করা কি খুব কষ্টের কাজ ? তার উপর যে মনে প্রাণে ঈশ্বরে বিশ্বাস করে সে কখনও খারাপ কাজ করতে পারে না ।
সবশেষে নাস্তিকদের বলতে চাই দোয়খের আযাব কেমন হবে জানি না । শুধু জানি ভয়ংকর হবে । তাই আজ একবার কষ্ট করে আপনার একটা আঙ্গুল ১ মিনিট আগুনের ভিতর ধরে রাখুন । তাহলে কিছুটা হলেও অনুভব করতে পারবেন দোয়খের আযাব কেমন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।