আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকদের এত ভয় কেন?

পরিবর্তনের জন্য লেখালেখি

নাস্তিকদের এত ভয় কেন? একটা ভয়ংকর তথ্য দেই । আমি নিজে আস্তিক, মাগার আমার আশে পাশে আমার কাছের বন্ধুরা অনেকেই নাস্তিক। তারা যখন তখন আমার বিশ্বাসে আঘাত (!!!!) করে { আসলে প্রশ্ন করে} আর আমি করি তাদের অবিশ্বাসে। কিন্তু আজ পর্যন্ত কেউ কারো জন্য সমস্যা করতে পারলাম না [ আফসোস] । আমরা ভীষন ব্যর্থ দেখা যায়!!!! শুধু তাই না।

দুই দলই ভীষন যুক্তিবাদী বলে [ এই জায়গায় মেনটালের সাথে দ্্বিমত, ধর্ম পালনে বিশ্বাস ও যুক্তি কেরফা লাগায়, ঠিক, কিনতু তাদের সহাবস্থান অসম্ভব নয়। সবই দেখার চোখের পার্থক্য !] গন্ডগোল বাধানোর চেষ্টা করেও পারি না। এইটাই সত্য। আস্তিক, নাস্তিক, কেউই কারো জন্য ঝামেলা না, যতক্ষন পর্যন্ত তারা জ্ঞান আহোরন এবং চর্চার পথে, যুক্তির পথে থাকে। আসল ঝামেলা হলো চিন্তার সীমাবদ্ধতা।

অন্ধত্ব। সেটা , আস্তিক , নাস্তিক , দুই দলের ক্ষেত্রেই সত্য । অন্ধ হলেই কেরফা। সম্পূর্ণ বিপরীত বা ভিন্নধর্ম ী বাস্তবতার সম্ভাবনাকে দেখতে না পেলে বিশ্বাস থাকে , কিন্তু সেটার অন্ধত্ব ও থাকে। আমার ফিলোসফার বন্ধু বলে দারুন একটা জিনিস।

"বস্তু এবং শক্তি জগতের উপকরন দিয়ে তুমি ততক্ষন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে , যতক্ষন পর্যন্ত তুমি ভাববে, ........এই ব্যাপারটা ঠিক এই রকমই হওয়ার কথা, বা হতে হবে" । নিজের পরিচিত সকল সূত্র, নিয়ম, কানুন, সব কিছুর বাইরে চলে যাও। চিন্তায় , মননে। অনেক অসমভবই তখন "কি ভাবে সম্ভব" বুঝে ফেলতে পারবে। অন্ধ ভাবে বিশ্বাস করতে হবে না।

" তবে , বৃত্তের বাইরে বের হতে আমি যাকে তাকে বলবো না। ভয়ংকর আত্মবিশ্বাস থাকা চাই। আর চাই আত্মনিয়ন্ত্রন। নইলে এই বৃত্ত বা সীমাহীন চিন্তা আপনাকে এবং আপনার আশে পাশের দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। মানে, হজম করতে না পারলে গিলার চেষ্টা না করাই ভালো।

[ ডিসক্লাইমার ঃ প্রক্রিয়াটি শিশু এবং দুর্বল চিত্তদের জন্য নহে] আমরা কি করেছিলাম , বলি। আস্তিকরা দল বেঁধে গবেষনা করেছিলাম এটা প্রমানের জন্য , " আল্লাহ নেই"। আর নাস্তিকরা দল বেঁধে চেষ্টা করেছে প্রমান করতে যে "আল্লাহ আছে"। সেখানে আমরা ঘেটেছি দর্শন থেকে পারমানবিক ও মহাকাশ বিজ্ঞান। সাহিত্য থেকে নৃতত্ত্ব !! জীব বিজ্ঞান , রাজনীতি, অর্থনীতি , কিচ্ছু বাদ যায় নি।

তারপর , দুই দল মুখোমুখি হয়েছিলাম , অপর পক্ষের বিশ্বাস প্রমানে, তাও যুক্তি ও তথ্যের ভিত্তিতে । আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ঐটা। বিতর্ক যে কি মোক্ষম হয় চিন্তা চেতনার অভাবনীয় দুয়ার খুলে দেওয়ার জন্য !!!! তোফা ! কোথাও কোন সমস্যা হয়নি। শুধু চিন্তা ভাবনার ধারাটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে। অন্ধত্ব সব সময়ই বিপদ ডেকে আনে।

সেটা মোচম্মান, খিরিশটান আর হিন্দুই হোক, আর মুক্তচিন্তার নামে চরমপন্থারই হোক ! অন্ধ লোক জনই পার্থিব জীবনে বার বার অপরের জন্য অপকারী বা বিপদজনক কাজ কর্ম করে । এই মর্কট গুলো সমাজের বুকে কর্কট হয়ে সব যুগে সবকালে মানবের চিন্তা ও ক্ষমতার উৎকর্ষের পথটা বন্ধ করে দেয় । মননের বিকাশই যদি না ঘটলো, তাইলে মানুষ আর একটা গুবরে পোকার মধ্যে কি আর পার্থক্য? আমি প্রশ্ন করায় বিশ্বাসী । আরে প্রশ্নই যদি না করলাম, তাইলে উত্তর পাব কই? সেটা জরুরী নিজের এবং অপরাপর সকল ধ্যান, ধারনা ও মতবাদকেই চ্যালেনজ করার জন্য। যারা এই বিশ্বাস কে প্রশ্ন করতে ভয় পায়, তারাই পরিনত হয় অন্ধ , জড়তে !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.