আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকদের স্বীকারোক্তি( পর্ব০২)

আমি মুসলিম , আজ আবার নাস্তিকদের নিয়ে লেখলাম যে কোরআন সম্পর্কে অমুসলিমদের ধারনা কি এবং তারা কি ভাবে সম্মান করতেন আমদের এই কোরআন শরীফকে ২।মোহন চান্দ করম চান্দগান্ধী , ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর তিনি ভারতীয় নেতাদের একত্রিত করে বক্তব্যের মাঝখানে বলেছিলেন যে যদি তোমরা ভারতে সত্যিকার অর্থে শান্তি কায়েম করতে চাও তা হলে ১৪০০ বছর আগের ওমর রাঃ এর শাসন কায়েম কর নইলে তোমাদের পক্ষে শান্তি প্রতিসটা করা সম্ভব না । এখন বুঝতে পারছেন কোরআন বা ইসলাম এর সম্মান কতখানি। আমি আরও কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব যারা ইসলাম ও ইসলামের জন্য জীবন ত্যাগ কারী নয় তারা সবাই অমুসলিম কিন্তু ইসলামকে তারা কি ভাবে মূল্যায়ন করেছেন একটু ভেবে দেখবেন আমি এখানে নাম উল্লেখ করছি ,জার্মান পণ্ডিত ও দার্শনিক কবি গোদ ও হারসফিলত , প্রখ্যাত এইতিহাসিক গিবন এদের হিস্টরি একটু পরবেন এখন একজন হিন্দু পণ্ডিতের কথা আপনাদের কে শোনাব ভারতীয় হিন্দু পণ্ডিত শ্রী গোপাল চন্দ্র শাস্ত্রী MADSC তিনি কোরআন সম্পর্কে বলেছেন” কোরআন এক মহামুল্য রত্ন যে না দেখিয়াছে ধর্ম জগতে তাহার কোন প্রবেশিধাকার নাই যাহারা কোরআন কে বদমাইশের কল্পিত উপন্যাস বলে তাহারা রজক বহিতের সাতে সম্প্রিতি করতে পারে দরমানুতসু কিংবা সাহিত্য প্রিয় লোকের সাথে তাহাদের সম্পর্ক ভালো না আমি নিজে একজন হিন্দু হইয়াও এই গ্রন্থকে প্রসংশা করতে পারি সমূদয় এই কোরআন সাগরে এক অপূর্ব বীরত্ব ব্যঞ্জক তেজের লহরী ছুটিয়া চলিয়াছে । সেই তেজে এখনও মুসলমান জাতি বাঁচিয়াছে ।অন্য দিকে ধর্মের শান্তিময় ভাব ধীরে ধীরে অর্ধ লকাইত হইয়া দেখা দিয়াছে এই দৃশ্য কতইনা মনোহর। এখন আপনারা বোঝেন যে কোরআন কত উচু মাপের একটা গ্রন্থ এবং আল্লহ ও তার রাসুল আমাদেরকে উপহার দিয়ে গেছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.