আমার একজন শ্রদ্ধেয় স্যারের মুখে শোনা গল্প.....................................
স্যারের স্কুল ছিল বাজারের পাশে। স্যার যখন স্কুলে পড়তেন তখন টিফিন
পিরিয়ডে তাঁরা বাজারের পাশে আড্ডা দিতেন। এইটা তাঁদের একজন স্যার (বর্তমানে তিনি আর ইহজগতে নেই) দেখতেন। তো তিনি একদিন ক্লাসে ছাত্রদের ধরেছেন যে তোমরা টিফিন পিরিয়ডে বাজারে গিয়ে আড্ডা দাও, এর চেয়ে অজু করে তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো। মনো করো আমরা কোথাও বেড়াতে যাবো, তখন অনেক জিনিস সেখানে গেলে পাবো তারপরও আমরা সঙ্গে করে নিই।
এতে কখনো আমাদের লাভ ছাড়া ক্ষতি হয় না।
তেমনি কেউ যদি মনে করে ওপারে কোন জগত নেই। তারপরও ইবাদত বন্দেগী সঙ্গে করে নিলা। বলা যায় না ওপারে যদি কোন জগত থাকে!
গল্পটা যতটুকু শুনেছি ঠিক লেখার চেষ্টা করেছি। তারপরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।