j কুলাঙ্গার দিবস বুকের বাম পাশে ,,যেখানে হৃদয় থাকে,,হৃত্পিণ্ড থাকে,,মানবতা থাকে,,মানবিকতা থাকে,,সেই বাম পাশে হাত রেখে পৃথিবীর সব সন্তানদের কাছে জানতে চাচ্ছি ,,আমরা আমাদের স্ত্রী- সন্তানদের,,প্রিয়তমার জন্য যে ভাবে ভাবি,তার বিন্দু মাত্র ও কি আমাদের জন্মদাতা পিতামাতার কথা কি ভাবি?????????? এই আমরাও কিন্তু এক সময় কারো না কারো সন্তান ছিলাম..এমন কি আছিও...মাসের পুরো বেতনের টাকাটাই স্ত্রী ,,সন্তান,,প্রেমিকার পিছনে খরচ করে ফেলি অথচ বৃদ্দ মা বাবা,,র চুখের চশমা,,যা ছাড়া তারা অন্ধ,,তা কেনার টাকা থাকে না.........আমাদের স্ত্রীদের শীতের সকালে ঘর থেকে বের হতে দেই না,,ঠান্ডা লাগবে,,চুলার পার যেতে দেই না,,কালো হয়ে যাবে,,,,অথচ আমাদের মায়েরা শীতের সকালে খুব ভোরে আমাদের সবার ঘুম ভাঙ্গার আগেই হিম শীতল পানি দিয়ে আমাদের সবার জন্য নাস্তা তৈরী করে ফেলে...দুপুরের তপ্ত গরমে আগুনের পাশে বসে দুপুর এর খাবার রান্না করে ফেলে কিন্ত অনেক সময়েই তারা না খেয়ে থাকেন...আর আমাদের সামনে তৃপ্তির ঢেকুর তুলেন... অথচ এই মা অসুস্থ হলে তার মাথার পাশে বসে তার কপালে কেউ হাত রেখে বলিনা মা তোমার কি হয়েছে..কিন্ত আমাদের স্ত্রী সন্তান,,প্রেমিকার কিছু হলে আমরা পাগলের মত হয়ে যাই..................আমরাও একদিন কারো না কারো সন্তান ছিলাম .................. বয়সের ভারে কুজো হয়ে যাওয়া আমাদের বাবা,,যার লাঠিটা আজ ঘুন পোকা খেয়ে ফেলেছে,,যেই বাবার হাত ধরে আমরা পথ চলে শিখেছি ,,যেমন শিখছে আজ আমার সন্তান,,সেই বাবার হাত তা ধরে কি একবার ও বলেছি,,বাবা আমিই তোমার লাঠি............... আমরা তো এখন অনেক আধুনিক হয়েছি,,কত দিবস পালন করি,,মা,,বাবা দিবস ,,,,,আরো কত কি.....কিন্ত বৃদ্ধ বাবা মা কে পাঠিয়ে দেই বৃদ্ধ্রাশ্রমএ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমাদের বাবা মায়েরা কিন্ত আমাদের কাছে খুব বেশি কিছু. চায় না..দামী গিফট,,স্টিকার লাগানো কোনো উপহার ও চায়না...তারা চায় আমরা ভালো থাকি,,উনাদের একটু ভালো রাখি যেমন আমরা এখন চাচ্ছি আমাদের সন্তানদের জন্য.... স্রষ্টা,,তুমি আমাকে অনেক ক্ষমতা দাও নি,,যদি কখনো ক্ষমতাবান হই,,তাহলে আমার মত সমস্ত সন্তানদের যারা পিতা মাতা কে বুঝা ভাবে,,তাদের একত্রিত করে বম্বিং করব,,সমস্ত বৃদ্ধাশ্রম ভেঙ্গে গুড়িয়ে দিব,,সেই দিন সমস্ত পিতা মাতা কে প্রধান অতিথি করে ওই দিনটির একটি নাম দিব,,'''''কুলাঙ্গার দিবস'''' স্রষ্টা তুমাকে কখনো ডাকিনি,,এর পরেও বলি,,তুমি আমাকে ওই কুলাঙ্গার দিবসে অংশ গ্রহনের পূর্বে পৃথিবীর সবচেয়ে জগন্যতম মৃত্যু আমাকে দিও.................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।