andharrat@জিমেইলডটকম
আজকে নিয়ত ছিল শুধু পড়বো আর চিমটি কাটবো (কমেন্ট)। কিন্তু সমকালরে একটি খবর পড়ে র্হাটটা লাফ মেরে বাইরে বেরিয়ে আসতে চাইলো। হায় হায় এরকম আর কয়টা কুলাঙ্গার আছে বাংলাদশে?
আপনাদরে জন্য তোলে দিলাম সমকালরে এই খবরটি।
এক গাড়িতে ৬ মাসের বেশি চড়েন না ‘টাকার গাছ’ গনির স্ত্রি মহসিনা
সমকাল প্রতিবেদক
সম্পদের হিসাব রাখার জন্য তিনজন ব্যক্তিগত কর্মকর্তা রয়েছে ‘প্রধান বনভক্ষক ওসমান গনির। আর স¤ক্সদ দেখাশোনা করার জন্য রয়েছে অর্ধশত কর্মচারী।
‘টাকার গাছ’ গনি নিজেই মনে করে বলতে পারছেন না কোথায় কী পরিমাণ স¤ক্সত্তি আছে তার। কতগুলো ব্যাংকে কতটি অ্যাকাউন্ট আছে। এসব হিসাব রাখার দায়িÍ^ তার তিন ব্যক্তিগত কর্মকর্তার। পুরো দু’দিন তিনি চিšøাভাবনা করে মনে করতে পেরেছেন ১৬টি ব্যাংকে তার ২১টি অ্যাকাউন্ট থাকার কথা। আর রাজধানীতে ৭টি ফ্ল্যাট ও ৫টি প্টèটের কথা স্ট^ীকার করেছেন।
ফ্ল্যাট ও প্টèটগুলো অবশ্য স্টúীর নামে। এছাড়া রাজধানীর বাইরে আরো স¤ক্সত্তি তো আছেই। সব মিলিয়ে কত টাকার স¤ক্সত্তি আছে তার হিসাব করতে পুলিশকেই হিমশিম খেতে হচ্ছে। যৌথ বাহিনী ও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন ব্যক্তিগত কর্মকর্তার নাম বলেছেন ওসমান গনি। ওই তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
হাজারীবাগে শ^শুরের দুটি স’মিল থেকে উ™ব্দার করা প্রায় এক কোটি টাকা মহৃল্যমানের সেগুনসহ অন্যান্য কাঠের মালিকও ওসমান গনি। এ পর্যšø তার হেফাজত থেকে উ™ব্দার করা হয়েছে প্রায় এক কোটি ৭ লাখ টাকা, ৭ লাখ টাকার সঞ্চয়পত্র, ২৮৯ ভরি স্ট^র্ণালগ্ধকার ও প্রায় এক কোটি টাকা মহৃল্যের কাঠ। এর বাইরে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কী পরিমাণ টাকা আছে এবং ফ্ল্যাট ও প্টèটগুলো খুঁজে বের করার চে®দ্বা চলছে। উত্তরা থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, এসব বিষয়ে নিশ্চিত হতে আরো সময় লাগবে। পুলিশ ছাড়াও বিভিল্পু গোয়েন্দা সংস্ট’ার সদস্যরা তদšø অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।
তবে নতুন করে টাকা-পয়সা বা স্ট^র্ণালগ্ধকার উ™ব্দার করা যায়নি।
ওসমান গনির মহসিনা আক্তার একটি গাড়িতে ছয় মাসের বেশি চড়েন না। এক মডেলের গাড়িতে বেশিদিন চড়াও তার অপছন্দ। আর স্ট^ামীর আয় বেড়ে যাওয়ায় তিনি গত ৫ মাসে ৫টি গাড়ি ব্যবহার করেছেন। মহসিনাকে যৌথ বাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করছেন।
জিজ্ঞাসাবাদে মহসিনা জানান, স¤ক্স্রতি তার স্ট^ামী একবারে প্রায় ৭০ লাখ টাকা নিয়ে আসেন। তাকে ব্যাংকে রাখার কথা বললেও জরুরি অবস্ট’ার কারণে তিনি এত টাকা ব্যাংকে রাখতে সাহস পাননি।
গতকাল দিনভর ওসমান গনির দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে বিভিল্পু জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে নতুন কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। গতকাল হাজারীবাগের ৯৬/২/বি মনেশ^র রোডে শ^শুরের বাসায় অভিযান চালায় পুলিশ।
পাঁচতলায় এ বাড়িটির তৃতীয় তলার একটি রুমে ওসমান গনি মাঝে মধ্যে এসে থাকতেন। ওই বাসা থেকে ৩৭টি মিনি অডিও ক্যাসেট, ৭টি সিডি ও ৫ হাজার ২০ টাকা উ™ব্দার করেছে পুলিশ। উত্তরা থানা পুলিশ জানায়, খুবই ধহৃর্ত ওসমান গনি। জিজ্ঞাসাবাদের সময় কথা বলে খুব হিসাব করে। তার স্টúীও খুব ধহৃর্ত।
অবৈধভাবে উপার্জিত টাকা রাখার দায়িÍ^ পালন করতেন মহসিনা আক্তার নিজেই। একসঙ্গে বেশি টাকা হয়ে যাওয়ার কারণে কোথায় রাখবেন ভেবে পাচ্ছিলেন না। শেষ পর্যšø চালের ড্রামকেই উপযুক্ত বলে বেছে নেন তিনি। কোটি টাকার বেশিরভাগই রাখেন চালের ড্রামে। কয়েক লাখ টাকা দিয়ে বানান বালিশ।
ওসমান গনি কোটি টাকাসহ গ্রেফতার হওয়ার পর উত্তরায় বন বিভাগের সরকারি কোয়ার্টারে থমথমে অবস্ট’া বিরাজ করছে। মঙ্গলবার গনি গ্রেফতার হওয়ার পর বুধবার সাংবাদিকদের সঙ্গে সেখানকার কেউ কথা বলতে চাননি। গতকালও ছিল একই অবস্ট’া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।