আমাদের কথা খুঁজে নিন

   

কুলাঙ্গার সমাচার



শুনিতে পাইতেছি, কিছু কুলাঙ্গার নাকি নতুন উদ্যোমে প্রস্তত হইছে। তারা বিভিন্ন জনকে মহাজোটের মহাসালাম পাঠাইতেছে। তাদের মহাক্ষুধা মিটানোর জন্য মহাচাঁদা চাইতেছে। অনেকে তাদের চাকুরি ছাড়িয়া চাঁদাবাজিকেই পেশা হিসেবে নেওয়ার প্রস্তুতি নিতেছে। মহাচাঁদা নিয়া মহা-বড়লোক হওয়ার ইচ্ছা তাদের।

অন্য দিকে মহল্লায় মহল্লায় নতুন মুখের আনাগোনা দেখা যাচ্ছে। তারা জয় বাংলা বলে মহাচাঁদা নেয়া শুরু করবে কিনা তাই নিয়া দফায় দফায় মিটিং করে যাচ্ছে। মাননীয় মহানেত্রী, আপনার কোন উন্নয়ন আমার দরকার নাই। আপনি আমাদের কোন উন্নয়ন দিয়েন না। কিন্তু আমাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচান।

চাঁদাবাজির এই প্রস্তুতি প্রথমেই বিনাশ করুক। নইলে আপনার নাম দিয়া যারা চাঁদাবাজির মহোৎসবে নামার প্রস্তুতি নিতেছে, তারা আপনার ও আপনার মহাজোটের সকল সুনাম বিনষ্ট করবে। এর আগে ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আপনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আপনাকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল সন্ত্রাস। তাই এবার সন্ত্রাস দমনে সবার আগে মনোযোগ দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।