আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রশ্নঃ প্রধানমন্ত্রীর এই ব্যাগে কি থাকে?

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। বেশ কিছুদিন ধইর‌্যা একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাইতাছে, আমাগো প্রধানমন্ত্রী আমেরিকার প্রসিডেন্টের মতো সিকিওরিটি গার্ড নিছেন, যারা তার গাড়ীর পার্শ্বে দৌড়ায়। দ্যাখলে ভালই লাগে। ছিনাডা যেনো আরো আট ইন্চি ফুইল্যা উঠে। ভাবি ভিক্ষার টাকায় দেশে পদ্মা সেতুর লইগ্যা এ্যাতো কাহিনী হইলে কি হইবো? আমরা কি কারো চেয়ে কম আছি? আমার আসল কতায় অখন আসি।

যে ছবিটা দ্যাখছেন, এই ছবিতে সিকিওরিটি গার্ডের হাতে (লাল তীর দেয়া)একখান ব্রিফকেসের কতো দ্যাখা যায়। এইটার মইদ্যে কি আছে? আর কাহিনীডাই বা কি? আমেরিকার কতা শুনছি, প্রেসিডেন্টের এই রকম ব্রিফকেসে নাকি নাসা, পেন্টাগন বা পারমানবিক রিমোট থাকে। তা থাকুক। আমেরিকারডা লইয়া আমার কুনু চিন্তা নাই, কারন ঐডা আমার দেশ না, আর আমি থাকিও না। মাগার আমাগো তো নাসা, পেন্টাগন বা পারমানবিক চুলা কিচ্ছুই নাই।

আছে খালি ভিক্ষার ঝুলি। ব্রিফ কেইসে তো টাকার ঝুলি লইয়া দৌড়ানোর কথা না! হাসিনা বুবুর সাথে সাথে ঐ সিকিওরিটির চ্যাংড়া ব্রিফকেইস লইয়া দৌড় দ্যায় ক্যান?????? কেউ কি জানেন?????  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.