পথ হারা পাখি কেঁদে ফিরি একা!!! কার যেনো বাণী- “মানুষ যা কল্পনা করে তার সবই সত্য হওয়া সম্ভব। ” আমি এ বাণীটির সাথে একমত কিনা তা এখনও বুঝে উঠতে পারছি না। কারণ আমার মনে হয় অনেক কল্পনা শুধু কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তবতার মুখ কখনই দেখে না।
সেই ছোট্টবেলা থেকে ভিনগ্রহের প্রাণীদের প্রতি আমার আকর্ষন। যখন একটু বড় হয়েছি আইজ্যাক অসিমভ থেকে শুরু করে আমাদের জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়ে কল্পনা করতাম ভিনগ্রহের প্রাণীদের।
ইস্ ওরা যদি আমার কাছে আসতো। ফ্লাইং সসার দেখা নিয়ে, পৃথিবীর সাদৃশ্য গ্রহ নিয়ে, উন্নত কোনো প্রাণীকে সিগন্যাল প্রেরন নিয়ে, রাবন/মিসরের পিরামিড তৈরি/দেব-দেবী/নবী/ফেরেস্তাদের ভিনগ্রহের অধিবাসী সন্দেহ নিয়ে লেখালেখি কম হয় নি। তারপরও আজও তা অলিক ও কল্পনাতিত কারণ বিজ্ঞান এ ব্যাপারে সঠিক কোনো তথ্য প্রমাণ আজও দিতে পারে নি।
আচ্ছা যদি এমন হয়, একদিন রাতে আপনার কাছে এক অপরিচিত ভদ্রলোক এলেন। লম্বায় আপনার আঙ্গুলের সমান।
স্যুট টাই পড়া দারুন স্মার্ট। হাসি খুশি চেহারা। ভদ্রলোক মুখ নাড়াচ্ছে। তার কথার কোনো সাউন্ড শুনতে পারছেন না কিন্তু আশ্চর্যের ব্যাপার আপনার ব্রেন তার কথা বুঝতে পারছে। ভিনগ্রহের ভদ্রলোক আপনার উদ্দেশ্যে বললেন-
“হে মানব, আমার উষ্ণ ভালোবাসা গ্রহণ করুন।
আমি এসেছি পঞ্চাশ লক্ষ আলোকবর্ষ দূরের এক গ্রহ থেকে। পৃথিবীকূলের মানব সম্প্রদায়ের মধ্যে আমরা শুধু আপনাকেই পেয়েছি যার ব্রেন আমাদের যোগাযোগের জন্য উপযুক্ত। বলুন আপনার কি সেবা করতে পারি?”
এই পরিস্থিতিতে আপনি কি চাইবেন বা কি করবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।