ভাল থাকেত চাই, ভাল রাখতে চাই পেরুর দক্ষিণাঞ্চলে মাটি খুঁড়ে বিশাল আকৃতির একটি মাথার খুলির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ৫০ সেন্টিমিটার লম্বা এ খুলি দেখে প্রত্নতত্ত্ববিদরাও হতবুদ্ধি হয়ে গেছেন। এ খুলির চোখের কোটরের আকার মানুষের চোখের চেয়ে অনেক বড়। খুলিটিতে এক বছরের কম বয়সী শিশুদের মতো নরম অংশ আবার একই সঙ্গে বৃদ্ধদের মতো বড় দুটি মাড়ির দাঁত রয়েছে। আর এ কারণে প্রত্নতত্ত্ববিদরা একে ভ...িনগ্রহের প্রাণী এলিয়েনের মাথার খুলি বলে ধারণা করছেন।
পরীক্ষা-নিরীক্ষায় গবেষকদের ওই ধারণা প্রতিষ্ঠা পেলে পৃথিবীতেই একসময় এলিয়েনের অস্তিত্ব ছিল বলে প্রমাণিত হবে। পেরুর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কোয়াসপিকাঞ্চির আন্দাহুয়ালিয়ানস শহরে খুঁজে পাওয়া দুটি দেহাবশেষের অন্যতম এটি। প্রিভাদো রিতোস আন্দিনোস জাদুঘরের হয়ে কাজ করা প্রত্নতত্ত্ববিদ রেনাতো দাভিলা রিকুয়েলমে এ দেহাবশেষ দুটি আবিষ্কার করেন।
রিকুয়েলমে বলেন, স্পেন ও রাশিয়া থেকে তিনজন প্রত্নতত্ত্ববিদ গত সপ্তাহে এসে মাথার খুলিটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আপাতত তাঁরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি মানুষের খুলি নয়।
এ ব্যাপারে নিশ্চিত হতে তাঁরা আরো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। তিনি আরো বলেন, খুলিটি সম্পর্কে ওই মূল্যায়ন যদিও ধারণাবশত, তবে এটি নিশ্চিত যে এর যে বৈশিষ্ট্য, তা পৃথিবীর কোনো আদি জাতিগোষ্ঠীর সঙ্গেও মেলে না।
রিকুয়েলমে জানান, খুলিটির ডান চোখের যে ধ্বংসাবশেষ আছে, এর সাহায্যে ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষায় খুলিটি মানুষের না এলিয়েনের, তা নিশ্চিত হওয়া যাবে। সূত্র : ডেইলি মেইল অনলাইন।
পেরুর দক্ষিণাঞ্চলে মাটি খুঁড়ে বিশাল আকৃতির একটি মাথার খুলির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ৫০ সেন্টিমিটার লম্বা এ খুলি দেখে প্রত্নতত্ত্ববিদরাও হতবুদ্ধি হয়ে গেছেন। এ খুলির চোখের কোটরের আকার মানুষের চোখের চেয়ে অনেক বড়। খুলিটিতে এক বছরের কম বয়সী শিশুদের মতো নরম অংশ আবার একই সঙ্গে বৃদ্ধদের মতো বড় দুটি মাড়ির দাঁত রয়েছে। আর এ কারণে প্রত্নতত্ত্ববিদরা একে ভ...িনগ্রহের প্রাণী এলিয়েনের মাথার খুলি বলে ধারণা করছেন।
পরীক্ষা-নিরীক্ষায় গবেষকদের ওই ধারণা প্রতিষ্ঠা পেলে পৃথিবীতেই একসময় এলিয়েনের অস্তিত্ব ছিল বলে প্রমাণিত হবে। পেরুর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কোয়াসপিকাঞ্চির আন্দাহুয়ালিয়ানস শহরে খুঁজে পাওয়া দুটি দেহাবশেষের অন্যতম এটি। প্রিভাদো রিতোস আন্দিনোস জাদুঘরের হয়ে কাজ করা প্রত্নতত্ত্ববিদ রেনাতো দাভিলা রিকুয়েলমে এ দেহাবশেষ দুটি আবিষ্কার করেন।
রিকুয়েলমে বলেন, স্পেন ও রাশিয়া থেকে তিনজন প্রত্নতত্ত্ববিদ গত সপ্তাহে এসে মাথার খুলিটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আপাতত তাঁরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি মানুষের খুলি নয়।
এ ব্যাপারে নিশ্চিত হতে তাঁরা আরো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। তিনি আরো বলেন, খুলিটি সম্পর্কে ওই মূল্যায়ন যদিও ধারণাবশত, তবে এটি নিশ্চিত যে এর যে বৈশিষ্ট্য, তা পৃথিবীর কোনো আদি জাতিগোষ্ঠীর সঙ্গেও মেলে না।
রিকুয়েলমে জানান, খুলিটির ডান চোখের যে ধ্বংসাবশেষ আছে, এর সাহায্যে ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষায় খুলিটি মানুষের না এলিয়েনের, তা নিশ্চিত হওয়া যাবে। সূত্র : ডেইলি মেইল অনলাইন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।