A National Weekly Newspaper ‘দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় শহর চট্টগ্রামে হবে বিশ্বমানের তথ্য প্রযুক্তি কেন্দ্র। বিশ্ব পল্লীর অংশ হিসেবে চট্টগ্রামে রয়েছে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক মানের বিমান বন্দর , সিইপিজেড, সাবমেরিন ক্যাবল ষ্টেশন,অপটিক ফাইবার ফাসিলিটি। এছাড়াও অটোমেশন,ই-কমার্স,পে-পল,ওয়াইএফআই সুবিধা রয়েছে। ‘
শুক্রবার চট্টগ্রাম ক্লাবে উন্নয়ন সংগঠন চিটাগাং রিসার্চ ইনশিয়েটিভ (সিআরআই) ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
বিশ্ব ব্যাংক ও কোরিয়ান গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টস (ক্রিস)’ এর সহযোগিতায় ‘প্রমোটিং চিটাগং এজ এন আইসিটি হাব’ র্শীষক দুইদিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
দ্বিতীয় দিনের সেমিনারে তথ্য- প্রযুক্তির অবাধ সুবিধা আরও বাড়ানোর প্রতি গুরুত্বরোপ করেন কোরিয়া রিসার্স ফরহিউম্যান ডেভলেপমেন্ট ভাইস ডিরেক্টর শেংকিউন লি।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তিন পর্বে আইটি নির্ভর প্রতিষ্টান,শিল্প প্রতিষ্টান, গার্মেন্টস্, ব্যাংক-বীমা, এনজিও, ফ্রিলান্সিং আউট সোর্সিং কোম্পান , সরকারী-বেসরকারী প্রতিষ্টানের নির্বাহী কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।
চিটাগাং ক্লাব কনফারেন্স হলে পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিচার্চ সেন্টার এবং চিটাগাং রিসার্স ইনিশিয়েটিভ যৌথভাবে আয়োজিত “প্রমোটিং চিটাগাং” শিরানামে দু’দিনব্যাপী কর্মশালার শেষদিনে ড.হোসেন জিল্লুর রহমান বলেন,‘এটি কোন আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়; এটি ধাপে-ধাপে চট্টগ্রামকে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। ’
তিনি বলেন, ‘বিশ বছর আগে ভারতের বেঙ্গালোর চট্টগ্রামের মত একটি শহর ছিল মাত্র। এক্ষেত্রে স্বাধিনতার ৪০বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।
তাই সারা দেশের বড়-বড় শহরের কথা চিন্তা না করে বিশ্ব ব্যাংক ভারতের পূনে শহর এবং চট্টগ্রামকে তথ্য প্রযুক্তি কেন্দ্র (আইটি হাব ) হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। ’
অর্থনীতিবিদ ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন,‘বিশ্বমানের আধুনিক শহর চট্টগ্রাম । চায়না-ভারত ও আশিয়ান এ তিন অঞ্চলের গ্রোথপোল চট্টগ্রাম হয়ে উঠবে তথ্য- প্রযুক্তির কেন্দ্রবিন্দু। সম্ভাবনাময় এ নগরীকে বিশ্বমানের নগরী হিসবে গড়ে তুলতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। সুনির্দিষ্ট কর্ম-পরিকল্পনা নিয়ে প্রযুক্তি নির্ভর সুন্দর সমাজের কথা চিন্তা নিয়ে আজকের এ সেমিনার।
চট্টগ্রাম থেকে বিশ্ব বাণিজ্যে অংশ নিতে আগামীতে তথ্য-প্রযুক্তি কেন্দ্র বিশেষভাবে অবদান রাখবে। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।