মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া ১৩২ রানের জয়ের লক্ষ্যে ২৩ বল হাতে রেখে পৌঁছে যায় ড্যারেন স্যামির দল।
৩৮ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৫৮ রান করে অপরাজিত ছিলেন গেইল। ৩০ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৬ রান করেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। এই দু’জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৫১ বলে ৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের পক্ষে একটি করে উইকেট নেন অফস্পিনার জেমস ট্রেডওয়েল, পেসার রবি বোপারা ও বাঁ-হাতি স্পিনার স্টিফেন প্যারি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ওয়েইন মর্গ্যানের ৪২ বলে অপরাজিত ৪৩ রানের সাহায্যে ১৩১ রান করে ইংল্যান্ড। এছাড়া মঈন আলী করেন ২২ রান।
ক্যারিবীয়দের অল্প রানে বেঁধে রাখতে ২৪ রানে তিন উইকেট নেন বাঁ-হাতি পেসার ক্রিসমার সানতোকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।