আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি থাকবে আফ্রিদি-গেইলের দিকে

কোয়ার্টার ফাইনালই তো! যে দল জিতবে সে দলই পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। তাই আজ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি নিয়ে দুই দলের জন্যই মরণ লড়াই। এই গ্রুপ থেকে সবগুলো ম্যাচেই জিতে সবার আগে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছে ভারত। গ্রুপ-২ থেকে ধোনিদের সঙ্গী হিসেবে কারা সেমিতে যাচ্ছে, তা নির্ধারণ হবে আজই। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও বাংলাদেশের বিরুদ্ধে ৭৩ রানের বড় জয়ে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।

তৃতীয় ম্যাচে শেষ ওভার ক্যারিশমায় দারুণ এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক ড্যারেন স্যামি। শেষ দুই ম্যাচে জিতে পাকিস্তানও দারুণ উজ্জীবিত। তবে আজ তারা কঠিন পরীক্ষার সামনে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা নিতে হবে পাক বোলারদেরই।

কেননা ক্যারিবীয় ঝড় ক্রিস গেইল রয়েছেন তার ফর্মে। শেষ ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ঝড় তুলেছিলেন যদি আজও তা অব্যাহত থাকে তাহলে হাফিজদের জন্য বিপদ। তাছাড়া আরেক ক্যারিবীয় মারকুটে তারকা মারলন স্যামুয়েলস তো এখনো শুরুই করেননি। আগের তিন ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। তার পরেও বলা তো যায়, ঘুমন্ত সিংহ জাগতে কতক্ষণ!পাকিস্তানের ব্যাটসম্যানরাই বা কম কিসে! আগের ম্যাচে ওপেনার আহমেদ শেহজাদ যা দেখালেন তার তো তুলনাই হয় না।

টি-২০ বিশ্বকাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি আদায় করে নেন। তাছাড়া সেটি ছিল টি-২০তে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। মাত্র ৬২ বলে ১১১ রানের নান্দনিক এক ইনিংস। তবে পাকিস্তানের আসল তারকা তো এখনো সুযোগই পাচ্ছেন না ঠিক মতো। ‘বুম বুম’ আফ্রিদি এখনো নিজেকে মেলে ধরতে পারেননি।

যদিও শেষ ম্যাচে ২২ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন। তবে আফ্রিদি তার ক্যারিশমা দেখিয়েছেন কয়েক দিন আগে এশিয়া কাপে। বলতে গেলে একাই দলকে টেনে তুলেছিলেন ফাইনালে। তাই আজও আফ্রিদির দিকেই তাকিয়ে থাকবেন পাকিস্তানিরা। আর ক্যারিবীয়দেরও যত ভয় এই বুম বুমকে নিয়েই।

তবে শুধু ব্যাটসম্যানদের মধ্যেই নয়, দুই দলের আসল লড়াইটা হবে স্পিনারদের মধ্যে। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি। তার বল ঠিকমতো খেলতেই পারছে না বোলাররা। আর রহস্যময়ী স্পিনার সুনীল নারাইন তো রয়েছেই। তবে পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বদ্রিই।

পাকিস্তানি স্পিনাররাও কম যান না। সাঈদ আজমলের দুবের্ধ্য বল খেলাই কঠিন। তাছাড়া ওমর গুলের বৈচিত্র্যময় বোলিং তো রয়েছেই। তবে ক্যারিবীয় তারকা ক্রিস গেইল মূলত ভয় করেন স্পিনকেই। আর ক্যারিবীয় তারকাকে আটকাতে পারলে, পাকিস্তানের জয়ের পথটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তাতে বলার অপেক্ষা রাখে না।

ম্যাচের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে টস। যেহেতু ম্যাচটি দিবা-রাত্রির। তাই যে দলই টস জিতবে তারা চাইবে প্রথমে বোলিং করতে। কেননা দ্বিতীয় ইনিংসে বোলিং করা স্পিনারদের জন্য কঠিন হয়ে যায়। তাই যারা টস জিতবে ম্যাচের ভাগ্যও তাদের দিকেই চলে যেতে পারে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.