https://www.facebook.com/blogger.sadril শুরুর আগেই BPL ব্যাপকভাবে প্রচারিত লীগ। উদবোধনী অনুষ্ঠানে ভারত হইতে আইকা লাগানো মাল (মালাইকা) এবং তাদের সাংপাংগদের আনা হইবে। ভাষার মাসে ঐসব ভারতীয় খুকীদের আনিয়া আমাদের ইজ্জতের উপর কালিমা আকিবুকি করিবার কী প্রয়োজন আছিলো তাহা বোধগম্য নয়। যাহা হউক, উদবোধনী অনুষ্ঠান শুরু হইতে একটু টিভিতে উকি না পারিয়া পারলাম না। দেখিলাম,কুমার বিশ্বজিত,শান আর বাপ্পী লাহড়ী গান গাইতেছে “কাপছে আকাশ,কাপছে বাতাস,কাপছে মাটি” এবং আরও কি জানি কাপিবার কথা বলিলো।
বাপ্পী লাহড়ীর মত মানুষ যদি হাটাহাটি করিয়া বেড়ায় তাহলে মাটি তো কাপিবেই। অবশ্য BPL শব্দটা বাপ্পীদার সাথে বেশ যায়। বাপ্পী পটকা লাহড়ী (BPL)!
টিভি বাদ দিয়া ফেসবুকে বসিলাম তবুও BPL হইতে নিস্তার নাই। নৃত্যরত মালাকাইর স্থির ছবি বহুজনের দেয়ালে চাক্ষুস হইলো। তবে আশার কথা হইলো কেহ মালাইকারে মাল হিসেবে বিবেচিত করিয়া তাহার ছবি আইকা দিয়া নিজ দেয়ালে লাগায় নাই,তাহারা প্রতিবাদ করিতেছে ‘ভাষার মাসে এহেন এন্তেজামের কি দরকার?’ছবি দেখিয়া ফেসবুকে স্ট্যাটাস দিতে বাধ্য হইলাম “BPL=Bangladesh porno league”।
উদবোধোনী অনুষ্ঠান লইয়া বহু শব্দ অপচয় করিলাম। এখন খেলায় চলিয়া যাই।
ম্যাচ ১ঃ sylhet royals vs Barisal burners
টিভি খুলিতে খুলিতেই দেখি দুই ওপেনারগনরে হারাইয়া সিলেট রয়েলের ঘায়েল হইবার দশা। কিন্তু ট্রেগো আর কাপালীর অর্ধশততে চ্যালেঞ্জিং স্কোর ১৬৫। সবচাইতে কম টাকায় দল গড়িয়াও সিলেট কিনা শুরুতেই বাজিমাত করিয়া ফেলায় কিতা তাহা ভাবিতেছিলাম।
কিন্তু গেইলার কথা ভুলিয়া গেইছিলাম। শুরু করিতে লম্বুটা একটু সময় নিলো, যেই শুরু হইলো থামাথামির কোন ভিভিএস লক্ষন নাই। প্রথমে ভাবিলুম ছাদে গিয়া দাড়াই। গেইলের মারা বল মিরপুর হইতে রামপুরায় আমার ছাদে আসিলেও আসিয়া যাইতে পারে। এই সুযোগে যদি ক্যাচখান ধরিতে পারি!কিন্তু পরক্ষনেই বুঝিলুম গেইল ঢাকা হইতে বলটারে বরিশালে পাঠাইবার সংকল্প করিয়াছে।
হুদাই স্টেডিয়ামে সেলেটের ফিল্ডাররা ফিল্ডিং মারিতেছিলো। তাহারা স্পীডবোট বাগাইয়া দ্রুত বরিশালের বিভিন্ন জেলায় গমন করিয়া সেইখানে ফিল্ডিং পজিশন লইলেই পারিতো। ওদিকে অন্য ওপেনার শাহজাদও কম না। গেইলের মত ঊড়াইয়া মারীতে না পারিলেও সুযোগ বুঝিয়া সেও চিপাচুপা-অলিগলি দিয়া বল মারিয়া অর্ধশত করিয়া বসিলেন। গেইল ছয় মারিলো,বরিশাল ম্যাচ জিতিলো আর বরিশাল বার্নাসের অনলে burned হইলো সিলেট।
গেইলার সৌজন্যে BPL হইলো BPL (বাংলাদেশ পিটাপিটি লিগ)। গেইল ঐরূপ খেইল না দেখাইলে সেলেটও জিতিতে পারিতো। দলটির জন্য শুভকামনা রইলো।
ম্যাচ ২ঃ Duronto rajshahi vs Chittagong kings
রাজশাহীর নাম দূরন্ত রাজশাহী না হইয়া পড়ন্ত রাজশাহী হইলে ভালো হইতো। একের পর এক ক্যাচ তাদের পড়িতে লাগিলো।
ক্যাচ মিস তো ম্যাচ মিস। চিটাগাংযের ওতগুলি ক্যাচ মিস করিয়া ম্যাচ হারিয়া যাইবার মিসকল তাহারা আগেই দিয়া রাখিলো। সেই সুযোগে চিটাগাং-এর ২০০ ছাড়াইলো। রাজ্জাক আর জুনাইয়েদ আউট হইলে টিভী ছাড়িয়া গেলাম। ম্যাচখানা একপেশে হইবে কোন সন্দেহ ছিলো না।
কিন্তু শেষ মুহুর্তে ম্যাচ ধরিতে দেখিলাম সাব্বির নামের এক বালক ৭ নম্বরে নামিয়া ভালোই ব্যাট চালাইলো। হারিয়াও হার না মানার মানসিকতা সম্পন্ন এহেন বালকদিগকে ভবিষ্যতে জাতীয় দলে দেখিবার আশা রাখিলাম।
ম্যাচ ৩ঃ Dhaka gladiators Vs Khulna royel bengal tigers
টানা তিন ম্যাচে ক্যারেবিয়ান কেরামতি। প্রথম দুই ম্যাচে গেইল আর ব্রাভোর পর আন্দ্রে রাসেল। একজন আনব্যালেন্সড ক্রিকেট বোদ্ধা (কিংবা বোকদা) হিসেবে বলিতেছি,খুলনার দল খানা ভারী ব্যালেন্সড।
ঢাকা গ্ল্যাডিয়েটরস-এর মন পড়িয়া রইয়াছে শারজায় যেথায় শহীদ আফ্রিদি পাকিস্তানের হইয়া খেপ খেলিতেছে।
ম্যাচ ৪ঃ Duronto rajshahi vs Barisal burners
গেইল মহাশয়কে একজন নির্দয় মানুষ হিসেবেই ধারনা করিয়াছিলাম। ঐভাবে অমানবিকতা সহযোগে বলখানা পেটাইলে যেকোন ব্যাক্তির মায়া-মমতা লইয়া প্রশ্ন আসিয়া যাওয়া স্বাভাবিক। কিন্তু এই ম্যাচে জানলুম মানুষখানা বেশ সত। বল ব্যাটে লাগিয়াছে,উইকেট রক্ষক ক্যাচ ধরিয়াছেন, এতকিছু হইবার সত্তেও আম্পায়ার আউট না দেওয়ায় ক্রিস গেইল নিজ উদ্যগে ক্রিজ হইতে ওয়াক আউট করিলেন।
‘ওয়াক আউট’ শব্দখানা সংসদের পাশাপাশি খেলার মাঠেও চালু করার দাবী জানাইয়া রাখিলাম। গেইলের এই মহানুভবতার সুযোগ লইয়া শাহজাদ দারুন খেলিলেন, ব্যাটে বলে উভয়েই। ফলাফলঃ পোলাপাইন সমৃদ্ধ দূরন্ত রাজশাহীর আরেকখানা পরাজয়। তবে তাহাদের ওপেনার মিজানুর-এর ব্যাটিং মনে ধরিয়াছে। দূরন্ত রাজশাহীর মতো অন্যান্য সব দলেও বিদেশী বুড়োদের পরিবর্তে দেশীয় পোলাপাইনদের আরো বেশি বেশি দেখিবার আশা রইলো।
এই খেলাটি চলার সময়েই সাক্ষাতকার নেয়া হইলো মিসেস রহমানের (সম্ভবত কোন হোমড়া চোমড়ার স্ত্রী)। প্রথমবারের মতো স্টেডিয়ামে আসিয়া খেলা (এমনও হইতে পারে,জীবনে প্রথমবার ক্রিকেট খেলা) দেখিতে পারায় আন্টি বেজায় খুশী। কথা প্রসঙ্গে বিপিএল-এ বাংলাদেশ-আর ভারততের কালচার-এর মিক্সচার লইয়া উচ্ছাস প্রকাশ করিলেন। আন্টিগো, সব জায়গায় ভারতের কালচারের সহিত সংমিশ্রন না করিলেও চলে। ক্রিকেট নিজেই একখান এন্টারটেইনমেন্ট,ইহার সাথে আর কিছুর অবৈধ সম্পর্ক চাই না।
ইহা BPL (Bangladesh premier league), BPL (বাংলাদেশ পরকীয়া লীগ) নহে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।