আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার গড়ুন ক্রিয়েটিভ সেক্টরে....

অনলাইনে উপার্জনের মাধ্যমগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও চাহিদাপূর্ণ ক্ষেত্র হলো ওয়েব ডিজাইন। ইন্টারনেটের অগ্রগতিতে মূলত বিশ্বের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে প্রায় সবাই অনলাইনে নিজেদের পরিধি বাড়ানোর চেষ্টা করছে। সবাই চাচ্ছে, তার একটি ভার্চুয়াল ঠিকানা হোক। আর এর জন্য প্রয়োজন একটি ওয়েবসাইট। ওয়েব দুনিয়ায় কত শত ওয়েবসাইট, নানান রকম ডিজাইন, আপনি যদি সৃজনশীল হয়ে থাকেন তবে এরকম ওয়েবসাইট আপনিও তৈরি করতে পারেন।

গ্রাহকদের ওয়েবসাইট তৈরি করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকেও প্রচুর আয় রোজগারের সুযোগ রয়েছে। তবে ওয়েব ডিজাইনে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল ওয়েব ডিজাইনারের কাছ থেকে শিখতে হবে যাঁরা আপনাকে আন্তর্জাতিক মানের দক্ষতা নিশ্চিত করতে পারেন। ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র এবং উপার্জন একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরি করার পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। বাংলাদেশী যত ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেন তাঁদের প্রোফাইল ভিজিট করলেই আপনি দেখবেন কি পরিমাণ অর্থ তাঁরা আয় করছেন।

সাধারণত ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনাররা প্রতি ঘন্টা ১০ থেকে ৩০ ডলার রেটে কাজ করতে পারেন। আপনি যদি ওয়েব ডিজাইন পারেন তাহলে এটি নিশ্চিত রুপে বলা যায় যে আপনি মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত অনায়াসে আয় করতে পারবেন। শর্ত হচ্ছে, আপনার সাইট তৈরির দক্ষতা হতে হবে আন্তর্জাতিক মানের। আর দক্ষতা অর্জনে আপনার যত সাহায্য দরকার তা করার জন্য প্রশিক্ষণ জরুরী। যেখানে প্রশিক্ষণ নিবেন যারা ওয়েব ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ঢাকায় ওয়েব ডিজাইন প্রশিক্ষণের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট।

৩ মাসব্যাপী এ প্রশিক্ষণে ওয়েব ডিজাইনের সব বিষয় হাতে কলমে শেখানো হবে। প্রশিক্ষণ শেষে ডেভসটিম থেকেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সংখ্যক আসনে আগে আসলে আগে ভিত্তিকে নিবন্ধন করা হবে। নিবন্ধন: ০১৭১১-২৬৭৯১১, ০১৯১১৪৬৪৭১০। বিস্তারিত জানতে পারেন www.devsteam.com ওয়েব ঠিকানা থেকে।

সরাসরি আসতে পারেন নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের ১২ তলায় ডেভসটিম লিমিটেড কার্যালয়ে। যা শেখানো হবে একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে আপনাকে একটি ডিজাইনিং সফটওয়্যার শিখতে হবে। এক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে যেকোন ওয়েবসাইটের মূল ডিজাইন (পিএসডি) কিভাবে বানাতে হয় তা হাতে কলমে শেখানো হবে। এরপর একটি ডিজাইনকে ব্রাউজারের ভাষায় রুপান্তর করার জন্য এসইচটিএমএল এবং সিএসএস শেখানো হবে। বিভিন্ন ইফেক্ট এবং ডিজাইনকে আরও নান্দনিকভাবে উপস্থাপনের জন্য শেখানো হবে জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়েরি।

কম্পিউটার ল্যাবসহ অন্যান্য সুবিধা ডেভসটিম ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, এখান থেকেই একজন শিক্ষার্থী প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর লেকচারের পাশাপাশি বড় প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয় প্রতিটি ক্লাসে। আর ক্লাশ শেষে প্রতিদিন বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হয়। ক্লাশ শেষে ওডেস্ক সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দেয়া হবে। রয়েছে লাইফ টাইম সাপোর্ট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।