আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের ক্যারিয়ার

বিড়াল। মানুষের সঙ্গ পাওয়া প্রাণীগুলোর একটি। শখ করে অনেকে বিড়াল পোষেণ ঘরেই। ধারণা করা হয়, বিড়াল নিয়ে মানুষের মাতামাতি শুরু হয় প্রাচীন মিসরে। কয়েক হাজার বছর পেরিয়ে গেলেও বিড়ালের জন্য আদর এখনো কমেনি মানুষের।

গৃহপালিত পশু-প্রাণীর তালিকায় বিড়ালের জায়গাটা অনন্য। এর প্রধান কারণ, আচরণগত বিশেষত্ব ও কোমল সুন্দর অবয়ব। আমাদের দেশে শহরাঞ্চলে খুব বেশি বিড়াল দেখা না গেলেও গ্রামাঞ্চলে উল্লেখসংখ্যক বিড়ালের দেখা মেলে। বিভিন্ন দেশে বিড়ালকে ঘিরে রয়েছে নানা বিশ্বাস ও কৌতূহল জাগানো গল্প। এসবের পাশাপাশি ট্রেনিংপ্রাপ্ত কিছু বিড়ালের কথাও বলতে হয় আলাদা করে।

এদের কোনোটি রেলের স্টেশন মাস্টার হিসেবে, কোনোটি আবার পুলিশ অফিসার হিসেবে দিব্যি কাজ করে যাচ্ছে। কোনোটি অভিনয় করে তারকা বনে গেছে। আলোচিত ও খ্যাত বিড়ালদের নিয়েই আজকের রকমারি-

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।