বর্তমান প্রেক্ষাপটে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে সবাই ছুটছে কর্মমুখী ও বাস্তবমুখী শিক্ষার দিকে। এরকমই একটি বিষয় হলো নিটওয়্যার টেকনোলজি। পোশাক শিল্পে এ সংশ্লিষ্ট পেশাজীবীদের চাহিদা তুঙ্গে। বিএসসি অনার্স কোর্স : যে
কোনো গ্রুপ থেকে কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে এইচএসসি পাস করেছেন এমন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফেকচার টেকনোলজি এবং ফ্যাশন
ডিজাইন এন্ড টেকনোলজি কোর্সে ভর্তি হওয়া যায়।
গ্র্যাজুয়েট প্রোগ্রাম : একই সঙ্গে যারা 'ও' লেভেল বা জিইডি অথবা শুধু এইচএসসি পাস, তাদের জন্য রয়েছে চার বছর মেয়াদি (১২০ ক্রেডিট) সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম- জি-সিএফটিএম, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম, অথবা দুই বছর মেয়াদি (৬০ ক্রেডিট) ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি কোর্স এবং গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। এ বিষয়ে আরও জানতে # ০১৯১২০৭৩২৫০। গতানুগতিক শিক্ষার পাশাপাশি সময়োপযোগী এসব শিক্ষায় শিক্ষিত হয়ে খুব দ্রুত স্মার্ট ক্যারিয়ার গড়া যায়। বদলানো যায় নিজের ভবিষ্যৎ। -ক্যারিয়ার প্রতিবেদক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।