আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার ভাবনা

এখন যখনই অনলাইনে থাকি তখন মনে হয় চারিদিকে ডলার ইনকাম করছে সবাই। বন্ধু-বান্ধব, ছোট ভাই সবাই কইছিল ভাই ক্লিক করেন আর দেখবেন কেমনে ডলার আপনার ঘরে দোড়াইয়া প্রবেশ করবে। আমি তো ভাই অবাক আর কি দরকার!!!! খুবই তো সহজ কাজ। (আমারে বুঝাইল) ক্যান, এত কষ্ট করতেছি লেখাপড়া করার জন্য। তাছারা কোন ধরনের যোগ্যতা ছাড়া টাকা ইনকাম করা যদি এতই সহজ হত তাইলে সবাই ঘরে বসে থাকত আর ক্লিক করত।

(মনে মনে চিন্তা করলাম) তবে সামু তে আমি নিয়মিত চোখ রাখতাম। যার কল্যাণে মনে হয় ধরা খাওয়া থাইকা বাইচা গেসি। নাহহ কিছু কাজ করতেই হবে। তো ঘুরতে ঘুরতে অডেস্ক, ইল্যান্স সহ আরও কিছু সাইটে গেলাম। আমার তো চোখ ছানাবড়া মনস্থির করছি কিছু কাজ শিখব যেন কাওরে কইতে পারি দেখ আমি অমুকের সাইট আমি ডেভেলপ কইরা দিছি।

কিন্তু একটা ব্যাপার, আমি তো ভাই আই টি ব্যাকগ্রাউন্ড এর না । আর এটা কে কি আমি আমার ক্যারিয়ার হিসেবে নিতে পারব। টোটাল প্রফেশনাল হতে কি কি করতে হবে? আমি ভাই আবার সব ব্যাপারে প্রফেশনাল। একটু পরামর্শ দিবেন। আমি আবার নাদান বাচ্চা (অনলাইন ইনকাম এর ক্ষেত্রে)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।