বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জন আশরাফুল এর ব্যাটে, এ ব্যাপারে সন্দেহ নাই। তা অস্বীকার করতে পারেন কেবল স্মৃতিভ্রম আর অকৃতজ্ঞ মানুষেরা।
তার প্রতিভার কমতি নাই, কিন্তু সবচে বড় সমস্যা ধারাবাহিকতায়। তবে ২০১০ সালের মতো খারাপ সময় তার ব্যাটে আর আসেনি। দল থেকে বাদ পড়ে ঘরোয়া লীগে ভালো করে ফিরেছিলেন।
কিন্তু জিম্বাবুয়ের সাথে চলতি সিরিজের বাজে ভাবে আউট হন। সাকিব আর রাজ্জাক ছাড়া ঐ ম্যাচে সবাই খারাপ খেললেও বলির পাঠা বানানো হয় আশরাফুলকে। তার বদলে রকিবুল সুযোগ পেয়ে আজ ৬৫ রানের ঝলমলে ইনিংস খেললেন আজ।
এতে বোঝাই যাচ্ছে, সিরিজের পরের ম্যাচগুলোতে সে আর সুযোগ পাচ্ছেন না। বিশ্বকাপের দলেও তাহলে তার সুযোগ হচ্ছে না, এটা নিশ্চিত।
কারন সাকিব আশরাফুলকে পছন্দ করে না।
মাত্র ২৬ বছর বয়সেই শেষ হয়ে যাচ্ছে আশরাফুলের ক্যারিয়ার। আপনারও কী তা মনে হয় না?
আশরাফুলের আজকের এই পরিনতির জন্য তার নিজের যেমন দায়, অনেক দোষ বিসিবি আর মিডিয়ারও। আশরাফুল তার প্রতিভার দশভাগও দিতে পারেন নি দেশকে....তাতে ক্ষতি শুধু ব্যক্তি আশরাফুলেরই হয়নি, হয়েছে বাংলাদেশেরও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।