.. ফ্রিল্যান্সিং থেকে আয় এর জন্য কি আয়কর প্রযোজ্য হবে? এন বি আর এর ওয়েবসাইট থেকে পাওয়া ডকুমেন্টে এই রিলেটেড একটাই তথ্য পেলাম। সফটওয়্যার সংক্রান্ত ব্যবসায়ের আয়ের উপর কর অব্যাহতির মেয়াদ ৩০শে জুন, ২০১৩ পর্যন্ত বৃদ্ধি এবং Information Technology Enabled Services (ITES) এর পরিধি পুনর্বিন্যাস। এখন ফ্রিল্যান্সিং এর আয় কি সফটওয়্যার সংক্রান্ত ব্যবসা হিসেবে দেখানো যাবে? নাকি এটা শুধুমাত্র সফটওয়্যার ফার্ম এর জন্য? গত বছর ফ্রিল্যান্সিং এর উপর উৎসে (at source) ১০% কর দিয়ে পরে তা প্রত্যাহার করা হয়। কিন্তু মোট আয় ১৬৫০০০ এর বেশি হলে কি সাধারন নিয়মে আয়কর দিতে হবে? নাকি পুরোটাই করমুক্ত? ফ্রিল্যান্সারদের মধ্যে যারা যারা গতবার আয়কর রিটার্ন দিয়েছেন তারা কিভাবে কি করলেন একটু জানান। অন্য কারো বিষয়টা জানা থাকলেও শেয়ার করতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।