আয়কর মেলায় যান..................নিস্চিন্তে আয়কর প্রদান করুন কোন রকম ঝামেলা ছাড়াই ।
‘আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি’ স্লোগান নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের ১৮টি বড় শহরে আয়োজিত আয়কর মেলা বুধবার চতুর্থ দিনের মতো শুরু হয়েছে। সকাল ১০টায় মেলার কার্যক্রম শুরু হয়, শেষ হবে বিকাল ৫টায়।
এনবিআর সূত্রে জানা গেছে, গত তিন দিনে মেলায় সারা দেশে ২৫ হাজার ৩৯২ জন করদাতা আয়কর ববিরণী জমা দিয়েছেন। এর বিপরীতে ২৬২ কোটি ৫২ লাখ টাকা আয়কর আদায় হয়েছে।
কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন সাড়ে ৪ হাজার নতুন করদাতা। সেবা গ্রহণ করেছেন সাড়ে ৮৪ হাজারের বেশি করদাতা।
মেলায় করদাতের নতুন কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) ও প্রত্যায়নপত্র প্রদান, আয়কর রিটার্ন, টিআইএন আবেদন ও চালান ফরম এবং সেগুলো পূরণে সহযোগিতা প্রদান, আয়কর পরিশোধের জন্য সোনালী ও জনতা ব্যাংকের বুথ, হেলপ ডেস্ক, তথ্যকেন্দ্র ও আয়কর অধিক্ষ্রেত্র বুথ, ই-পেমেন্টে সুবিধা সম্বলিত পৃথক বুথ, আয়কর আইন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ এবং Tax Calculator Software ব্যবহারের সুবিধা পাচ্ছেন। আয়কর সংক্রান্ত সব সুবিধা একই ছাদের নিচে পাওয়ায় সাধারণের মধ্যে মেলার আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে।
মেলা আয়োজক কমিটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এম এ কাদের সরকার বলেন, করদাতাদের সাথে কর আদায়কারীদের সম্পর্ক উন্নয়নের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার মাধ্যমে করদাতা ও আদায়কারীর মধ্যে কুশল বিনিময় ও কাথাবার্তার মাধ্যেমে এ সম্পর্ক উন্নয়ন হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে শুরু হওয়া এ মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া পাবনা, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, যশোর, কুষ্টিয়া, গাজীপুর, ফরদিপুর, ময়মনসিংহ, নোয়াখালী ও কুমিল্লায় মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
আয়কর মেলা:তিন দিনে রাজস্ব সংগ্রহ আড়াইশ কোটি টাকা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।