আমাদের কথা খুঁজে নিন

   

নিজেরে নিয়ে ব্যস্ত সবাই

নিজেরে নিয়ে ব্যস্ত সবাই আমরা ভুল করে যায় প্রতিদিন নিজে নিজে হাজার ভুলে ভরা জীবন আমাদের তবুও ক্ষমা করি নিজেকে নিজে ভুলে যাই ভুলগুলো আবারো ভুল করার তরে। আমরা ভুল ধরে যাই প্রতিদিন অন্য কারো একটি ভুল যদি করে প্রিয়জনে ক্ষমা করতে পারি না মনে মনে ভুলে যাই একই ভুলই তো আমিও করেছিলাম জীবনে। আয়নার এপাশে দাঁড়িয়ে নিজেরে নিজে দেখি ওপাশে ঘন পারদের অন্ধকার ছেয়ে রয় আলোকিত জীবনের করি অভিলাষ অন্ধকার জীবন কি কারো সয়? রঙিন দেয়ালের আলোকিত রঙ, চোখ ধাঁধায় এপাশে পলেস্তারা খসা নগ্ন দেয়াল বের হয়ে থাকে ওপাশে রঙিন খেয়ালে স্বপ্ন বুনে যাই ঘরের মাঝে বসে বাস্তবতার অন্ধকার থেকে মুখ ফিরিয়ে, আমার কি যায় আসে? আমার খোলা জানালায় দেখি নীল আকাশ, মনের খুশিতে দেখি চেয়ে ভাবি না তোমার আকাশ থাকতে পারে ঘন কালো মেঘে ছেয়ে অনুভূতিহীন জীবনযাপন আমাদের এখনকার অস্থির সময়ে শুধু নিজেরটাই ভাবি আমরা পড়ে থেকে সম্মোহিত সময়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.