আমাদের কথা খুঁজে নিন

   

সেলফ পেইনাইজেশন মেথড ( নিজেরে কেমনে পেইন দিতে হয় )

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

সুপ্রিয় ব্লগার ভাইরা আইজকা আমি আপনাগোরে বাস্তব উদাহরন সহ বুঝামু নিজেরে কেমনে পেইন দিতে হয় , ওরফে সেলফ পেইনাইজেশন মেথড কারে কয় । সংজ্ঞা : যে পদ্ধতিতে যে কেউ নিজে নিজেই , নিজেকে মারাত্মক পেইনে ফেলতে পারেন তাহাকে সেলফ পেইনাইজেশন মেথড বলা হয়। উদাহরন : বাসায় আমি ছাড়া কেউ নাই সবাই ঈদ উপলক্ষে বাড়ি গেছে ।সন্ধায় টিউশনিতে যাওয়ার জন্য বাহির হমু খুব পার্ট নিয়া শার্ট প্যান্ট পইরা রেডি হইলাম । তারপর বাসায় তালা মারলাম । তারপর মনে পড়ল তালার চাবি বাসার ভিতরে রাইখা আইছি । টিউশনি বাদ দিয়া ঘন্টা খানেক খাইটা তারপর বাসায় ঢুকতে হইল । এখন আবার ঈদের আগের দিন সকালে , মানে আজকে সকালে সেই টিউশনি করন লাগব । মন্তব্য : মেজাজটা পুরাই বিলা হইয়া গেল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।