আমাদের কথা খুঁজে নিন

   

প্যাচাল গদ্যে মনের পদ্য ..................কুয়াশায় মিশাইয়া দিছে মন নিজেরে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কোন একদিন কোন এককালে নিজের মনের বিরুদ্ধে একখানা কাজ করিয়াছিলাম কোন একদিন পরবর্তীকালে মনে হইল ওই কাজটি ঠিক করিয়াছিলাম এবং অতঃপর আরও পরবর্তী কালে কাজটি করার কারণে বেদম মনঃকষ্ট হইতে লাগিল। মনে ধান্দা লাগিয়া গেল । কাজটি শোধরানোর চেষ্টা চরিত চলিতে লাগিল, নদীর ঘাটে পানসি ভিড়ান আছিল । ঘাটে পৌছানো হইল এবং শেষতক কর্ম কাঞ্চন যোগ হইল না। আবারও মনের বিরুদ্ধে কর্ম হইল।

কয়কদিন পরে উহাকেও যথার্থ মনে হইতে লাগিল। সময় পারহইয়া তেপান্তরের মাঠে হাডুডু খেলিতে গেছিল এবং অবাক করিয়া দিয়া দিগুণ কষ্ট লইয়া মন অনুতাপ করিতে শুরু করিয়া দিল । মনের প্রতি নিজেরই এক ধরনের তুচ্ছ মনোভাব তৈরী হইতে লাগিল । মনকে আর নিজের মনে হইতে লাগিল না। উহা কখন কি বদ মতলবে পূর্ব পশ্চিমা দুই বাতাসে জুয়ার চাল দেয় বোঝা যাইতে লাগিলনা।

অনেক ভাবিয়া চিন্তে নিজেক প্রবোধ দিয়া বাচিবার আস্বাদ লাভ করিতে হইল । প্রবোধ খানা এমন ই ছিল যে .........যে মন তাহার নিজের কি বিরুদ্ধে কর্ম করিতে পারে সে মনের ধরন বড়ই কপট। এবং ডিমের মধ্যে যেমন ডিম থাকিতে পারেনা মনের মধ্যেও তেমন মন থাকিতে পারেনা এমন এক তত্ব মনে উদয় হইতে লাগিল। ধরিয়া লইলাম ভাবুক মনে থাকিতে পারেনা কপোট মন। সে ধরাতেও মন প্যাচ তুলিয়া দিল।

ভাবতেই যদি হয় তয়...............................................আর না, আর শুনিলাম না। পথের মধ্যি নামিয়া পড়িলাম। মন কে চুলোয় ফেলিয়া দিলাম গলা বাজি তে। মদ্দ কখা যাহা বিশ্বাস করিতে চাহিলাম তাহা হইল যে মন মনের ই বিরুদ্ধে কর্ম করে এবং ক্ষণে ক্ষণে সুখ বা দুঃখ বিলাস করে একই কর্মে সে মনের প্রতি আস্থা রাখিবার মত আস্থা খুজিয়া পাওয়া যায়না। কিন্তু কে জানিত এমন সর্বনাশ হইবে ।

পথের মধ্যে মন খোলা আকাশ পাইয়া কুয়াশা হইয়া একটু পরে পরেই পথ আগলাইয়া ধরিতে লাগিল। মাঝে মাঝে সময় বড়ই অসময় হইয়া পড়িতে লাগিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।