আসমানে পাখা মেলো অন্তরে অন্তরে...
অনবরত তোর করাঘাতে
অতিষ্ট হয়ে আমার আকাশের দরজাটা খুলে দিয়েছিলাম।
বলেছিলাম... যা উড়তে থাক। রঙধনুবিহীন আকাশে
কতক্ষন থাকতে পারিস দেখি।
তুই পাখা গুটিয়ে হাঁটতে শুরু করলি;
আমিতো অবাক...
তুই রঙ এনে ছড়াতে শুরু করলি...
আমিতো বিহ্বল...
আনমনেই জানালাগুলোও খুলে দিলাম।
আমার পুরো আকাশটাকে তোর নামে লিখে দিলাম।
আর ঠিক তখনি ...
ছড়িয়ে দেয়া রঙ মুছতে শুরু করলি
ঠোঁট দিয়ে..... পালক দিয়ে। ... আকাশ-টা যে তোর !
আমাকে বিমূঢ় করে দিয়ে সবটুকু রঙ
ফিরিয়ে নিয়ে তুই তোর পাখা মেলে দিলি ... নিজের আকাশে
ফিরিয়ে দিলি আমাকে নিথর নিস্তব্ধ এক শ্মশান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।