কোয়ান্টাম মেথড নামে ধ্যান অনুশীলনের এক পদ্ধতি আছে। আমার সল্প বুদ্ধিতে এই ধ্যান পদ্ধতি সর্ম্পকে যা বুঝি তা হলো চারিদিকে বিভিন্ন সমস্যার মধ্যে ও (অনেক সময় দায়িত্ব এড়িয়ে) নিজে আনন্দের মধ্যে থাকা।
আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয় তিনি এই ধ্যান অনুশীলন করছেন। চারিদিকে এত অঘটন কিন্তু প্রধানমন্ত্রীর রসিকতা থেমে নেই।
প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, "আমি নিজেই প্রতিদিন সকালে এক ঘণ্টা এবং বিকেলে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল। "
এখানে দুটি বিষয়।
প্রথমত, শুধু সাধারণ মানুষ নয়, নিজের সরকারী বাসভবনের জন্যও দয়াকরে এক ই নির্দেশ দেবেন।
আর দয়া করে প্রতিদিন দুই ঘণ্টা করে ভোট চাওয়ার প্রাকটিস করবেন, যাতে ভুলে না যান কিভাবে জনগনের কাছে হাত জোড় করে ভোট চাইতে হ্য়। কারণ, কিছু দিন পরই তা আবার শুরু করতে হবে।
আর তখন লোডশেডিং কমানোর নাম করে বিদ্যুৎ বিল ডাবল করে যে জনগনের পকেট কাটাঁর ব্যাবস্তা করেছেন তার জবাব দিতে হবে।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।