বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডে বর্তমান প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হতে পারে। সম্প্রতি দুটি বিশ্ববিদ্যালয়ে তিনজন ছাত্র হত্যার ঘটনায় ছাত্রলীগের দিকে ইঙ্গিত করে তিনি একথা বলেন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রফিকুল বলেন, 'ছাত্রলীগ দেশকে যেদিকে নিয়ে যাচ্ছে তাতে দেশে বর্তমান প্রধানমন্ত্রীর থাকা হবে কি না তা ভেবে দেখার পরামর্শ দেই। ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হতে পারে।'
সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর আচরণ তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলেও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা।
তিনি দাবি করেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।