আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ.....................

এখনো গেলনা আঁধার............... মহাসমাবেশে ঢোকার পথে পথে আওয়ামীলীগের তল্লাশী ও বাধার ব্যাপারে অনেকে ব্লগে গরম গরম পোষ্ট দিয়েছেন। কিন্তু ভেবে দেখেছেন কি? বিএনপির মহাসমাবেশ কোন ধরণের নাশকতা ছাড়াই শেষ হয়েছে। আওয়ামীলীগ যতই হম্বিতম্বি করুক তা ছিল সাধারণ ভয় প্রদর্শন। যাতে মহাসমাবেশের সুযোগ নিয়ে বিএনপি কোন ধরণের নাশকতার চেষ্টা করতে না পারে। আওয়ামীলীগ ও প্রশাসন যদি প্রত্যেকটা পয়েন্টে মোতায়েন না থাকত তাহলে বিএনপি জামাতের ক্যাডাররা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে সুযোগ পেতো।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যা হয়েছে তা অল্পের উপর দিয়েই গেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ছিল সন্দেহভাজন। সাধারন কোন মানুষকে হয়রান করা হয়নাই। একুশে টিভি কারিগরী ত্রুটির কারণে সরাসরি সম্প্রচারে বাধা পেলেও আমরা অনলাইনে তাদের অনুষ্ঠান দেখেছি।

তাদের সাহসী পদক্ষেপ ও বিএনপির প্রতি তাদের করুণা প্রদর্শনকে সাধুবাদ জানাই। মিডিয়া যে এখনও স্বাধীন তা ইটিভি প্রমাণ করে দিল। আশা করি বিএনপি বিরোধীতার খাতিরে বিরোধীতা না করে শান্তিপূর্ন ভাবে সংসদে ফিরে আসবে। কারণ একটি নির্বাচিত সরকারকে কখনও এভাবে ক্ষমতা থেকে সরানো যাবেনা। জারনো বলেছেন: ছি ছি আপনারা রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে এখন একে অপরের সমালোচনায় লিপ্ত।

এটা অনাকাঙ্খিত। আপনারা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ভেবে দেখুন পরিস্থিতি সত্যিই নাজুক হতে পারতো কী না? ১। লাল চাঁন বলেছেন: আওয়ামী লিগের জনসভায় যদি বিএনপি সরকার এমন ব্যবস্থা নিতো তাহলে গ্রেনেড হামলা হতো না । লালচানের কথা আমার কাছে বেশ যুক্তিসঙ্গত মনে হয়েছে। বিএনপি যদি সেই দিন আজকের আওয়ামীলীগের মতো কঠোর নিয়ন্ত্রণব্যবস্থা করতো তা হলে ২১ আগষ্টের গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না।

আর এর দ্বয়িত্বি বিএনপির ঘাড়ে পড়তো না। ২। নন্দনপুরী বলেছেন: বি এন পি জামাতের সৌভাগ্য---২১ আগষ্টের মতো ঘটনা ঘটেনাই... হ্যাঁ নন্দনপূরী, যদি তেমন কোন ঘটনা ঘটতো তা হলে আওয়ামীলীগ তার দ্বায় এড়াতে পারতেন না। এমনিতেই তারা জনগণের জানমাল রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে পারেনাই। যার কারণে সাগর রুনির হত্যার দ্বায় এড়াতে পারেনা, তেমনি যদি বিএনাপির সমাবেশ নিয়ে কোন নাশকতা হতো তা হলে দ্বায় সরকারের ঘাড়েই পড়তো।

বিএনপির নেতারাতো আগেই সন্ধেহ প্রকাশ করেছিলেন যে, সরকার এই সমাবেশে নাশকতা ঘটিয়ে বিএনপির ঘাড়ে দ্বায় চাপাবে। সে ক্ষেত্রে আওয়ামীলীগের দ্বায়িত্ব কঠোর শতর্কতা অবলম্বন করা। যদিও দড়িকে সাপ মনে করে কিছু উদ্ভট ব্যবস্থা নিয়েছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.