আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীকে ডিম ছোড়ায়

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

তুরস্কের আদালত প্রধানমন্ত্রী তাইপ এরদোগানকে ডিম ছুড়ে মারার অপরাধে অভিযুক্ত দুই নাগরিককে 15 মাসের কারাদণ্ড দিয়েছে। গত ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরীর বন্দরনগরীর মাসিন সফরকারী প্রধানমন্ত্রী এরদোগানের দিকে ওই 2 ব্যক্তি ডিম ছুড়ে মারে। অবশ্য এরদোগানের গায়ে তা লাগেনি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া একথা জানায়।

বিক্ষোভকারী অপর 7 ব্যক্তিকে 12 মাসের মুলতবি কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে পুনরায় কোনো অপরাধ না করলে তাদের এ শাসত্দি ভোগ করতে হবে না। সরকারবিরোধী বিক্ষোভের দায়ে প্রথম দুইজনকে 13 বছর পর্যনত্দ কারাদণ্ড দেওয়ার কথা বলা হলেও অভিযুক্তদের এক আইনজীবীর সমালোচনার মুখে তা হ্রাস করা হয়। ওই আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা সহ্য করার ব্যাপারে উদার হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে এ ধরনের সমালোচনার জন্য কাউকে শাসত্দি না দিয়ে গণতান্ত্রিকভাবেই তা মোকাবিলা করা উচিত বলে তিনি অভিমত দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.