আমাদের কথা খুঁজে নিন

   

দু’ফোঁটা জল দিও!

বজ্রে তোমার বাজে বাঁশি- সে কি সহজ গান!!! এই চিঠিটা যখন তোমার হাতে তখন আমি অনেক দূরে নক্ষত্রের সাথে। বাজল বুকে ব্যাথার করুণ সুর? কি হবে আর আমি এখন আলোকবর্ষ দূর! জানতে তুমি- আমি অবুঝ ভারী কথায় কথায় অভিমান খুব বেশি হলে- আড়ি। উজাড় করে ভালবেসে,ছিলাম আমি নিঃস্ব তুমিই ছিলে প্রাণবায়ু আর সকল সুখের উৎস। ভালবাসি বলতে গিয়ে যেদিন আত্মহারা ভেবেছিলাম কে আছে আর তোমার আমি ছাড়া! তাকিয়েছিলাম চোখে,নিয়ে ভালবাসার মায়া চমকে দেখি তোমার চোখে অন্য কারো ছায়া! সেদিন আমার মন খারাপের রাত আমার হাতে এই জীবনে রাখবেনা আর হাত! অনেক ভেবেই যাচ্ছি দূরে,প্রিয় তুমি আমায় না হয় চোখের দু’ফোঁটা জল দিও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।