ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
এই তো আওয়াজ হল, ওঠ, সাঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ
সুই ই ই ই ঈ , উড়ে যায় হাউই, ঐ তো দূরে আমার চেনা আকাশ।
ঠ্যাঙ, ঢ্যাঙ। ট্রেন কামরা ছুটে যায়, দুধ ো খেজুর পাতায় রাখা ছিল কিছু সকাল। ত্রিপলে ঢাকা রাতে তারা যখন লস্যির সরবতে ডুবতে ডুবতে ভেসে ওঠে, কোন রকম।
নিত্যযাত্রী।
তার পর সব ভেঙ্গে পড়ে।
সব ভঙ্গে ভেঙ্গে যায়, ফোঁটায় ফোঁটায়।
সব গোল গোল ছোট বড় বল, সাবানের ফেনা।
ওড়ে তারা ,ওড়ে মিলান, দোহা পার হয়ে যায়,
সর্বত্র মেলার আয়োজন, রঙিন বেলুন জামায় সস্তা সেন্টে ঘাম গন্ধ ঢেকে ওড়ার আয়োজন করি।
কোন এক কালে ,আস্তে আস্তে গলে যায় আল্পস, ভোরের জানালায়।
ভোরের জানালারা ছড়িয়ে আছে বেনারস জুড়ে। সে তার ঘুম চোখে , কালো বোরখা সরিয়ে ডাক দেয় নিষেধের দিকে,
তাকাস নে মন তাকাস নে।
বেসামাল সূর্য তার সমস্ত ভ্যানতারা নিয়ে, আর
তার ছোপ লাগা দাঁত, করাতের মত শব্দ আর কলপাড়, গামলা বালতির উবুড় হয়ে থাকা,
হাসে সে , সে হাসে, সে এক গোটা সকাল, কাটা ঘুড়ি ধরতে ঝাপ দাও, তার পর শরুশরু গলি, ছুট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।