এতদিন যা পেয়ে এসেছি তা চাওয়া হয়নি কোনদিন । অনেক পেয়েছি না চাইতেই । অবাক সকালের রোদে ঝরা পাতার দল, বটের ছায়ে বসে বিষণ্ণ দুপুর, সবুজ ঘাসের উপর উদাসী বিকেল, অনর্থক সব কষ্টের মত জমানো শীত অনেক পেয়েছি, অনেক... এতসব পাওয়ার ভিড়ে কখন যে না পাওয়ার হাত বাড়িয়েছি শূন্যের দিকে...। না কিছুই চাইবোনা আজ একটুখানি বৃষ্টিস্নাত সন্ধ্যা ছাড়া, যে বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে মলিন আঁধার এছাড়া কিছুই চাইনা আর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।