আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসতে টাকা লাগে টাকা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না

কী আর লিখব আমি একটা মেকে ৩বছর থেকে ভালোবাসি । কোনদিন তাকে আমার ভালোবাসার কথা প্রকাশ করি নাই। শুধু মনে মনে তাকে অনেক ভালোবেসেছি। তার সাথে আমার মোবাইলে কথা হয় কিন্ত তাকে আমার মনের কথা বলার মত সাহস আমার নাই । কারণ তার বাবার মত আমি ধনী না।

আজ আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তাকে আমি একটা রেস্টেুরেন্টে আসতে বললাম সে আসার জন্য রাজি হল এবং আসল আমি অনেকক্ষন পর আমার ভালোবাসার কথা তাকে বললাম সে কথাটা শোনার অনেকক্ষন পর আমাকে বলল হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি আমিতো অনেক খুশি। ও এক সময় আমাকে বলল আমাকে তোমার বাইকে কলেজ মোড়ে রাখে আসো । আমি তাকে কি বলব বুঝতে পারছিলাম না তাই সত্যটাই বলে দিলাম । আমি তাকে বললাম আমার তো বাইক নাই। মেয়ের মাথায় বাজ পরল আমকে বলল বাইক নাই সরি আমি তোমাকে ভালোবাসতে পারব না।

তাহলে টাকাও নাই ............................। । টাকা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না সরি। এই আমার ভালোবাসা খুব কষ্টে আছি কি করব বুঝতে পারছি না .। .।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।