আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসতে চাই

‍প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ । / কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে । / তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ ।

কেউ আমার উপর খবরদারি করুক আমি সেটা চাই না আমি চাই কেউ একজন আমাকে সময় মতো ঘুমোতে যেতে বলুক রাত জেগে জেগে আমি আজ দ্বিধাগ্রস্ত ।

কেউ শুধু আমাকে নিয়ে ভাবুক আমি সেটা চাই না আমি চাই কেউ একজন আমাকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে তুলুক বেলা করে উঠতে উঠতে আমি আজ দিগ্‌ভ্রান্ত । কেউ শুধু আমার খোঁজ রাখুক আমি সেটা চাই না আমি চাই কেউ একজন আমার কাছে জানতে চাক আমি সকালের নাস্তা সকালেই করেছি কিনা ? অনিয়ম করে খেতে খেতে আমি আজ অভ্যস্ত । কেউ আমাকে শাসন করুক আমি সেটা চাই না আমি চাই কেউ একজন আমাকে বলুক- ‘তুমি শৃঙ্খলিত হও, স্থির হও । ’ কেউ শুধু আমাকে ভালোবাসুক আমি সেটা চাই না আমি শৃঙ্খলিত ও স্থির হতে চাই এবং আমি সত্যিই একজনকে খুব খুব ভালোবাসতে চাই । ২১ মার্চ ২০১০ বঙ্গবন্ধু হল, ঢাবি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।