আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসতে চাই খুব

নামটা মনে রাখবেন আমার জানাছিলো, তবে হয়তো অবচেতন মনে, যে, তোমাকে আবার দেখবো, আবার দেখা হবে ক্ষণে ক্ষণে। , তা, তাতে আমি ডরি না কারণ আমি এখন আমি নির্লিপ্ত থাকতে পারি, ভয় পেলেও প্রকাশ করি না। , হয়তো সত্যিই এক সময় তোমায় ভালবাসতাম। কিন্তু এখন যে বাসি না, এটা নিশ্চিৎ। কিন্তু কাউকে ভালবাসা প্রয়োজন, যে ছিমছাম, পরিপাটি, তুলতুলে পুতুলের মত অভিজিৎ! , তাই তোমার দেখলেও ঘাবড়াই না। ধরে নিই যে, সে তো আছে পাশেই। স্পিরিট হয়ে কিংবা মূর্তিমতী ও সুবর্ণা। , আমি দেখি তাকে; ভালোবাসি; আর দেখি তার তুলতুলে গাল, রাশি রাশি চুল আর ভুবন ভোলানো হাসি, বিরাজ করিয়ে মায়া মন্ত্রজাল! আমি তোমায় ভালবাসতেই চাই খুব। ১২/৫/১১ সন্ধি মুহিদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।