শাফিক আফতাব............. বলা যায়, প্রায় অর্ধেক বয়স গেলো মানুষ আর পশুকে সনাক্ক করতে পার হলো। বুঝলাম, দৃশ্যমান পশুদের দমানো যায় কিংবা ঘায়েল বা প্রতিরক্ষার ব্যবস্থারও করা যায়। সিংহ, বাঘ, হায়েনা, কিংবা বিষধর সর্প যাই হোক। অথচ পৃথিবীতে সভ্যতার ধারক মানুষপ্রতিকৃতিতে যে অদৃশ্য পশুটি থাকে পৃথিবীর সবচে ভয়ঙ্কর আর হিংস্র সে। এর কবল থেকে রেহাই পায়নি কেউ নবী, কবি, সাধু, সন্ন্যাসী _ কেহ ! এমনকি ইয়াতিম বাচ্চা, কেউ নেই যার _ যে নিরহ। মূলত মানুষের যত বিদ্যে সবই মানুষের পশুত্ব দমনের মহৌষদ। মানুষকে তাই আজ ভালোবাসতে কষ্ট হয় !! ১৫.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।