আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধান্বিত জীবন...

I am waiting for someone and I know she will ever come. হিমু স্টাইলের জীবন বলে রুপাদের উপেক্ষা করা গেলেও হিমিদের আবেদন উপেক্ষা করা যায় না । তাই আবারো হিমির আরো একটি লেখা.... জান্নাত-ই আরিফা হিমি কোন পথে হাঁটছি আমি.. ? কী এক অনিশ্চিত, অন্ধকার, অতৃপ্ত জীবনের পথে যাত্রাহীনভাবে হাঁটছি । যে পথে হাঁটছি সে পথে অপমান ,গ্লানি আর হতাশা ছাড়া কিছুই পাওয়া যাবে না জানি । তারপরও হেঁটে চলেছি । সাজানো গোছানো একটা জীবন ছিল , যেখানে সুখ ছিল, শান্তি ছিল , ছিলনা শুধু আত্নতৃপ্তি ।

এই তৃপ্তিটুকু পাওয়ার আশায় সমাজ সংসারের সব বাঁধা ডিঙিয়ে এক অনিশ্চিত পথে চলতে শুরু করেছি । অনেকখানি পথ পাড়িও দিয়েছি । জীবনের সর্বোচ্চ তৃপ্তিটুকু খোঁজার চেষ্টা করেছিলাম এই পথে । কিন্তু দু:খের ব্যাপার পথ শেষ হবার আগেই ; সে পথ আমাকে জানিয়ে দিয়েছে এ পথ তোমার না । তবে কি শুধু ঘোরের মাঝেই এসেছিলাম এ পথে ..? কেন মিছে আশার আলো জালালাম..? ভালোই তো ছিলাম সেই চিরচেনা সংকীর্ণ পথটিতে ।

যেখানে আমি ছাড়া আর কোন মানুষের আনাগোনা ছিল না । জানি না কোন পথে হাঁটলে আমি আমার শেষ ঠিকানা খুঁজে পাবো । যেখানে থাকবে না কোন ভয়, থাকবে না কোন আশান্তি, থাকবে না কোন দ্বিধা-দ্বন্দ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।